বিনোদন ডেস্ক : ফের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ কলিকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এতে বেশ উচ্ছ্বসিত মিশা। তা প্রকাশ করেছেন সামাজিকমাধ্যমে।
শনিবার সকালে নিজের ফেসবুকে মিশা এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন- আপনাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আপনারা পাশে ছিলেন, বিধায় এ সাফল্য অর্জন করতে পেরেছি।
মিশা আরও লেখেন- চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা সম্মান। আপনাদের কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন।
মিশার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সোনালি সময়ের নায়ক মাহমুদ কলি। তিনি পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। কলিকে ৯৫ ভোটে হারিয়েছেন এ খল অভিনেতা।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট। তাকে ১৬ ভোটে পরাজিত করে ২২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন মনোয়ার হোসেন ডিপজল।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন। ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি জোটে ছিলেন মিশা ও ডিপজল। আরেক প্যানেলে লড়াই করেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।