‘হ্যারি পটার’কে সামনে পেয়ে যা করলেন ম্রুণাল ঠাকুর

বিনোদন ডেস্ক : নিউইয়র্কে নতুন ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন ম্রুণাল ঠাকুর। তবে অভিনেত্রী একা নন, সঙ্গে রয়েছেন তার বোন লোচন ঠাকুর। গত সপ্তাহে মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন তেলুগু ছবি ‘হাই নান্না’। কাজের ফাঁকে নিজের জন্যও আলাদা করে সময় বের করে নিয়েছেন ম্রুণাল। এরমধ্যেই স্বপ্নপূরণ হয়ে গেল অভিনেত্রীর।

জনপ্রিয় হ্যারি পটারের চরিত্রাভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফের সঙ্গে সাক্ষাৎ হলো অভিনেত্রীর। বোনকে সঙ্গে নিয়ে ড্যানিয়েলের সঙ্গে নিজস্বীও তুলেছেন ম্রুণাল। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সেই নিজস্বী পোস্ট করেছেন অভিনেত্রী। অন্য একটি স্টোরিতে অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ড্যানিয়েল অনুরাগীদের ভিড়ে নিজস্বী তুলতে ব্যস্ত। ম্রুণালের পাশে দাঁড়িয়ে তাঁর বোন চিৎকার করছেন, ‘ড্যানিয়েল, আমরা তোমাকে ভালোবাসি।’

ড্যানিয়েলের সঙ্গে নিজস্বী তুলেছেন ম্রুণাল। ছবি: ইনস্টাগ্রাম।

নিজস্বী তোলার ফাঁকেই অভিনেতা তার উদ্দেশে বলে ওঠেন, ‘আমি জানতাম।’ ভিডিওটির ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, ‘আর এটাই হয়েছে।’ ড্যানিয়েলের সঙ্গে ম্রুণাল যে নিজস্বীটি পোস্ট করেছেন, সেখানে অভিনেতার মুখ সাদা মাস্কে ঢাকা। তবে নিউইয়র্কের কোথায় ড্যানিয়েলের সঙ্গে তার দেখা হয়েছে তা খোলাসা করেননি অভিনেত্রী।

সম্প্রতি, জানা গিয়েছিল আমেরিকায় নিজের ছবির প্রচার সারবেন ম্রুণাল। অভিনেত্রীর সঙ্গেই ছিলেন ‘হাই নান্না’ ছবির অভিনেতা নানি। ছবির প্রচারে দু’জনকে বিভিন্ন প্রেক্ষাগৃহেও দেখা যায়। সম্ভবত, প্রচার শেষে বোনকে নিয়ে নিজের মতো কয়েকদিন সময় কাটানোর পরিকল্পনা করেছেন ম্রুণাল। তার মাঝেই ড্যানিয়েলের সঙ্গে দেখা তার। এর পর বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নতুন একটি ছবির প্রস্তুতি নিতে শুরু করবেন ম্রুণাল। বলিউডে সম্প্রতি ‘পিপ্পা’ ছবিতে দেখা গিয়েছে তাকে। তবে ছবিটি দর্শক মনে সাড়া ফেলতে পারেনি।