জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হয়েছে তা আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। আমরা সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। তাদের পাশে রয়েছি। যাতে অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতেই ব্যর্থ না হয়।
শনিবার বিকালে ঢাকা থেকে লঞ্চযোগে এসে ভোলায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজেপির চেয়ারম্যান আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর প্রায়োজনীয় সংস্কারগুলো হবে আর যেগুলো হবে না সেগুলো জনগণের নির্বাচিত সরকার করবেন।
পার্থ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কী কী সংস্কার করবে সেগুলো আমরা এখনো নিশ্চিত হইনি। সংস্কারের ওপর আগামীতে অনেক কিছুই নির্ভর করে। আগামীতে কেমন নির্বাচন হবে। প্রার্থী কারা হবেন বা হতে পারবেন।
এছাড়াও তিনি বলেন, আগামী নির্বাচনে বিজেপি দল গোছাচ্ছেন। বিজেপি আগের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী দল।
এ সময় উপস্থিত ছিলেন, বিজেপির ভোলা জেলার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট, ছাত্র সমাজের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, যুবসংহতির জেলা আহবায়ক নুরে আলম টিটু, মনির, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শান্ত ঘোষ, মো. হোসেন, টিমন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হান্নান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।