আন্তর্জাতিক ডেস্ক : তথ্য প্রযুক্তির দুনিয়ায় সবথেকে বড় নাম সিলিকন ভ্যালি। যেখানে রয়েছে গুগল, মেটাসহ একাধিক কোম্পানির সদর দফতর। দিনরাত প্রযুক্তি নিয়ে মেতে থাকে এই সিলিকন ভ্যালি। এখানে যেসব সিইও রয়েছেন তারা কী কী স্মার্টফোন ব্যবহার করেন জানেন? ইলন মাস্ক থেকে মার্ক জাকারবার্গ ধনকুবেরদের নিত্য ব্যবহারে যে স্মার্টফোনগুলো ব্যবহার হয় জেনে নিন।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ শহর ক্যালিফোর্নিয়া। তার ঠিক উত্তর দিকে অবস্থিত সিলিকন ভ্যালি। এই জায়গা মূলত টেক হাব নামে জনপ্রিয়। বিশ্বের তাবড় টেক কোম্পানিগুলোর সদর দফতর রয়েছে সিলিকন ভ্যালিতে। পাশাপাশি প্রযুক্তি নিয়ে যে সব উদ্ভাবন দেখা যায় তার অধিকাংশ ঘটে এখানে। এই সিলিকন ভ্যালিতে যে সব কোম্পানি রয়েছে তাদের সিইওরা কী কী স্মার্টফোন ব্যবহার করে জেনে নিন।
ইলন মাস্ক
টেসলা ও স্পেসএক্স কোম্পানির সিইও ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স’র (পূর্ব নাম টুইটার) মালিকও তিনি। প্রযুক্তির দুনিয়ায় শিরনামে থাকতে পছন্দ করেন ইলন মাস্ক। তিনি যে স্মার্টফোনটি ব্যবহার করেন সেটি হল আইফোন।
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গের নাম শোনেনি এমন মানুষ খুব কম রয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি। একই সঙ্গে যিনি টেক কোম্পানি মেটার সিইও। যার অধীনে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের মতো বহুল প্রচলিত অ্যাপ। মার্ক জাকারবার্গ অ্যানড্রয়েড (স্যামসাং গ্যালাক্সি) এবং আইফোন ব্যবহার করেন।
টিম কুক
টেক দুনিয়ায় অত্যন্ত প্রভাবশালী এবং পরিচিত একজন মানুষ টিম কুক। বিশ্বের অন্যতম ধনী কোম্পানি অ্যাপলের সিইও হলেন টিম কুক। স্টিভ জবস মারা যাওয়ার পর অ্যাপলের দায়িত্ব তার কাঁধেই। অ্যাপলের সিইও হওয়ায় স্বাভাবিক ভাবেই তিনি আইফোন ব্যবহার করেন।
ল্যারি পেজ ও সার্জি ব্রিন
গুগলের বর্তমান সিইও সুন্দর পিচাই হলেও, কোম্পানির যাত্রা শুরু হয়েছে এই দুই মানুষের হাত ধরেই। তাদের চিন্তাভাবনা ও সৃষ্টি আলোড়ন ফেলে দিয়েছে গোটা বিশ্বে। যার সাক্ষী আট থেকে আশি সবাই। তারা অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন।
বিল গেটস
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তিনি। যার হাত ধরে উইন্ডোসের পথচলা। প্রযুক্তির দুনিয়ায় তাকে চেনে না এমন মানুষ নেই। কিন্তু, অনেকেই জানেন বিল গেটস নিত্য ব্যবহারে কী ফোন ব্যবহার করেন। বিল গেটসের কাছে রয়েছে আইফোন এবং উইন্ডোজ ট্যাবলেট।
জেফ বেজোস
ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের সিইও জেফ বেজোস। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তিনি। যার প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন লাখ লাখ ফোন বিক্রি হয়। তিনি নিজে যে ফোন ব্যবহার করেন সেটি হল স্যামসাংয়ের অ্যানড্রয়েড স্মার্টফোন।
আরও পড়ুন: ‘ফেক’ ফলোয়ার কি আসলেই কাজে আসে?
সুন্দর পিচাই
ভারতের খড়গপুর প্রাক্তন আইআইটির প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই। যার কাঁধে এখন বিশ্বের সবথেকে সার্চ ইঞ্জিন তথা টেক কোম্পানির কার্যভার। ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই ব্যবহার করেন অ্যানড্রয়েড স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।