বিনোদন ডেস্ক : বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে ‘তুফান’ মুক্তি কেন্দ্র করে শোরগোল পড়েছে। বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলন দেখে বোঝা গেল, শাকিব খানের এ ছবিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মানুষের আগ্রহের কমতি নেই। তাদেরও দেখার আগ্রহ, কী আছে তুফানে যা নিয়ে এতো আলোচনা!
এদিকে, পশ্চিমবঙ্গের শহরজুড়ে সাঁটানো হয়েছে তুফানের বিলবোর্ড। শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার। এমনকি মেট্রোরেলের এলইডি-তেও দেখা যাচ্ছেন ‘তুফান’ ঝলক। প্রচারণায় যখন জমজমাট অবস্থা, এর মধ্যে ঘটে গেল চমকপ্রদ ঘটনা। পশ্চিমবঙ্গের দুই সুপারস্টার প্রজেনজিৎ এবং দেব শাকিব এবং তুফানকে শুভেচ্ছা জানিয়ে টুইট (বর্তমান এক্স)-এ পোস্ট দিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শুভশ্রীও।
শুক্রবার দুপুরে প্রজেনজিৎ এক পোস্টে লিখেছেন, বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান..অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফান টিমের জন্য।
দেব তার এক্স আইডিতে কলকাতায় মুক্তি প্রসঙ্গে লিখেছেন, তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভশ্রী লিখেছেন, শাকিব খান এবং সমগ্র তুফান এর জন্য অনেক অনেক শুভকামনা।
কলকাতার সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, আমাদের বাংলা ছবিকে ভালবাসতে হবে। যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য সবখানে বাংলাদেশের সিনেমা নতুন সম্ভাবনা জাগিয়েছে। কলকাতায় এখন মূলধারার বাংলা ছবি হওয়ার রেওয়াজটা একটু পিছিয়ে গিয়েছে। কিন্তু মূলধারার ছবি ছাড়া বক্সঅফিসে ব্যবসা করা সম্ভব নয়। আমায় কেবল বাংলাদেশের হিরো বলবেন না। আমি দুই বাংলার, বাংলার হিরো হতে চাই।
বিশ্ব মাতাচ্ছে শাকিব খানের ছবি ‘তুফান’। যেখানে মুক্তি পাচ্ছে সেখানে কোনো না কোনো রেকর্ড গড়ছে। বাংলাদেশ ছাড়িয়ে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ ১৭টি সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’।
তুমুল উন্মাদনার মধ্যে শুক্রবার ‘তুফান’ মুক্তি পেল পশ্চিমবঙ্গে। সেখানকার ৪৭টির মতো সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি।
শাকিব খানের সঙ্গে এই ছবি চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে অভিনয় করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বলছে, পশ্চিমবঙ্গে মুক্তির পর তুফান ইন্ডিয়াজুড়ে হিন্দি ডাবিং করে মুক্তি দিতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।