জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতা ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে রাজধানীর আকাশে টহল দেয় র্যাব ফোর্সের হেলিকপ্টার। টহলরত এসব হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এবং গুলিতে দুই শিশু নিহতের অভিযোগ উঠেছে রাজধানীর মিরপুর ও নারায়নগঞ্জ এলাকায়। তবে হেলিকপ্টার থেকে গুলির বিষয়টি গুজব বলে দাবি করছে র্যাব ফোর্সেস সদর দপ্তর।
র্যাবের পক্ষ থেকে দারি করা হয়েছে, সহিংসতা ও নাশকতার সময় দুর্বৃত্তরা কোমলমতি শিশু—কিশোরদের আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা অবরোধ করে এবং ধ্বংসযজ্ঞ চালায়। শিশু—কিশোররা সামনে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ বল প্রয়োগ থেকে বিরত থাকে। এ সময় নিরূপায় হয়ে জনগণের জানমালের ক্ষতিরোধেও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে র্যাবের হেলিকপ্টার হতে গত ১৯ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরা, বসিলা, মোহাম্মদপুর, মিরপুর ও মহাখালীতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। অন্যথায় দুর্বৃত্তদের এই ধ্বংসলীলা হতে পারতো আরও ভয়াবহ। এক্ষেত্রে হেলিকপ্টার থেকে কোন প্রকার গুলি করা হয়নি বা কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।
গত ১৮ জুলাই আন্দোলনকারীদের আক্রমণের শিকার হয়ে রাজধানীর মহাখালীর কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬১ জন পুলিশ সদস্যকে উদ্ধার এবং গত ২০ জুলাই ২০২৪ তারিখ নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় দুর্বৃত্তরা মা হাসপাতালে অগ্নিসংযোগ করলে ভবনের ছাদে আটকা পড়া নারী—শিশু ও পুলিশসহ ৩৬ জনকে র্যাব ফোর্সেস এর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়। এছাড়াও যৌন হেনস্তার শিকার ২ জন নারী সাংবাদিক র্যাব হেলিকপ্টার টহলের মাধ্যমে রক্ষা পায়।
অথচ র্যাব ফোর্সেসের হেলিকপ্টারের এই জনবান্ধব ব্যবহারকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। একটি মহল কোন তথ্য প্রমাণ ছাড়াই র্যাব হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের কাছ থেকে শোনা যায় র্যাব হেলিকপ্টার থেকে শুধু সাইন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে।
গত ১৯ জুলাই সংঘর্ষ চলাকালে রাজধানীর কাফরুলে একটি ৪ তলা ভবনের ২য় তলায় বসবাসরত শিশু সামির ঘড়ের জানালা বন্ধ করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। কোন ধরণের বিজ্ঞান ভিত্তিক তথ্য প্রমাণ ছাড়াই র্যাবের হেলিকপ্টার থেকে চালানো গুলিবিদ্ধ হয়ে শিশু সামিরের মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ হেলিকপ্টারে একটি নিরবিচ্ছিন্ন বাধাহীন স্থানে চলাচল করে এবং যেকোনো আগ্নেয়াস্ত্র থেকে নির্গত বুলেট সব সময় একটি সরলরেখায় চলাচল করে। যা সার্বিক পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা ও শিশু সামিরের মৃত্যুর জন্য দায়ী তার চোখে লাগা বুলেটের গতি পথের সাথে কোনোভাবেই মেলে না।
গুজব সৃষ্টিকারীরা গত ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ সদরে পরিবারের সঙ্গে বাসার ছাদে ৬ বছর বয়সী শিশু রিয়ার গুলিবিদ্ধের ঘটনায়ও র্যাব ফোর্সেসের হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু ওই সময় র্যাব ফোর্সেসের কোনো হেলিকপ্টার নারায়ণগঞ্জ এলাকায় উড্ডয়ন করেনি।
আকাশ পথে র্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধারসহ সকল কার্যক্রমের ভিডিও চিত্র র্যাব ফোর্সেস কর্তৃক ধারণ করা হয়েছে যা ইতিমধ্যে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, র্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তাই কোন ধরণের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।