নিজেকে নিয়ে নিজেই যা লিখলেন রূপের সাগর রাই লক্ষ্মী

রাই লক্ষ্মী

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রাই লক্ষ্মী-র মলদ্বীপের ছবিতে আগুন দেখাচ্ছেন৷ যাতে তাঁকে প্রিন্টেড মনোকিনিতে দেখা যাচ্ছে৷ ছবিতে তাঁকে ওয়াটার বেবি মনে হচ্ছে, রঙিন মনোকিনিতে সাদা শরীরের অবিরাম প্রদর্শন করছেন তিনি৷ তাঁর ছবি ভাইরাল ছবি হয়ে উঠেছে৷

রাই লক্ষ্মী একের পর এক পোস্ট করে চলেছেন৷ একটি পোস্ট শেয়ার করে লিখেছেন , ‘সাকসেস ইজ সেক্সি …ওয়াটার গার্ল’- দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন স্ট্রংগ মহিলায়ে আপনে দিল সে লড়তি হ্যায়, উনকি আওয়াজ ম্যায় দয়া, অর উনকি আত্মা মে প্যায়ার হ্যায়৷ ’- অর্থাৎ সাফল্য সেক্সি, এবং শক্তিশালী মহিলারা নিজেদের হৃদয়ের সঙ্গে লড়াই করেন, তাঁদের আওয়াজে দয়া, আর আত্মায় প্রেম থাকে৷

নিজের আরেকটি পোস্টে তিনি লিখেছেন আপনি খুদ কি চমক ক্রিয়েট করো- অর্থাৎ নিজের চমক তৈরি কর৷ তাঁর ছবিতে ২৯ হাজার, ৮০ হাজার, ৯০ হাজার অবধি লাইক এসেছে৷

ফটোতে রাই লক্ষ্মীর লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই৷ পুলের কিনারায় তাঁর রূপসাগরে মহেন্দ্র সিং ধোনি ডুব না দিলেও ফ্যানরা জমিয়ে রিঅ্যাকশন দিচ্ছেন৷

ছবিতে রাই লক্ষ্মীর ফটো শেয়ার করার পরেই এক ইউজার লিখেছেন, আপনার চেয়ে বেশি সেক্সি কেউ নয়৷ কেউ আবার লেখেন আপনি কি করে এত হট৷

‘আমাদের পদ্মা সেতু, উড়ে যেতে চাই’