বিনোদন ডেস্ক : রণবীর শোরে প্রায়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন। বিগ বস ওটিটি থ্রি-তে দ্বিতীয় রানার আপ হওয়া এই অভিনেতা এবার দাবি করলেন, বিচ্ছেদের পর অভিনেতা পূজা ভাটের ভাই তাকে শারীরিকভাবে হেনস্থা করেছিল।
সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর আরও অভিযোগ করেন, পূজার বাবা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট তাকে নিয়ে মিথ্যা গল্প ছড়িয়েছেন।
এ অভিনেতা বলেন, ‘সেই সময় যখন আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আমি অনুভব করেছিলাম যে, তার প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, সেটাকে উনি খারাপভাবে ব্যবহার করেছিলেন। যখন সেই ঝামেলাটা হল, তিনি আমার বাবাকে বললেন, আমার মনে হয় আমাদের ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়া উচিত। যা হয়েছে বাচ্চাদের মধ্যে। পরের দিন উনি আমার ব্যাপারে ভুল তথ্য দিলেন মিডিয়াকে। মাকে মদ্যপ নির্যাতনকারী ব্যক্তি হিসাবে চিত্রিত করলেন। যা ছিল সব মিথ্যে সাজানো নাটক।’
তিনি বলেন, ‘তার ভাই আমাকে লাঞ্ছিত করেছে। উনি (মহেশ ভাট) ওদের বলতে পারতেন, ওদের সঙ্গে ওভাবে কথা বলো না। সেই অর্থে আমি অনুভব করেছি যে তিনি আমার সঙ্গে খারাপ করেছেন। এগুলো সবই ২৫ বছরের পুরনো গল্প, আমি এখন আর এগুলোর মধ্যে ঢুকতে চাই না।
শশীলাল নায়ারের ‘এক ছোটি সি লাভ স্টোরি’ সিনেমায় মনীষা কৈরালার বিপরীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন রণবীর শোরে। এরপর ‘খোসলা কা ঘোসলা’, ‘পেয়ার কে সাইড এফেক্টস’, ‘ভেজা ফ্রাই’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘সিং ইস কিং’, ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’, ‘সোনচিড়িয়া’র মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমায় শেষ দেখা গিয়েছে তাকে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel