স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ন্যূনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। উপরন্তু ব্যাটিংয়ে কটাক্ষের শিকার হয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। সামাজিকমাধ্যমে বাংলাদেশ ব্যাটিং ইনিংসের সময় রোহিত শর্মার এক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সতীর্থ কুলদীপ যাদবকে রোহিত যা বলেছেন, তা ধরা পড়েছে স্টাম্প মাইকে। ব্যাটিংপ্রান্তে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে উদ্দেশ্য করে তীব্র অপমানই করেছেন রোহিত।
শনিবার অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় ভারত। বিশাল রান তাড়া করতে নেমে তাল মিলিয়ে চলতে পারেনি বাংলাদেশ। খেলা যত গড়িয়েছে ততই চাপ বেড়েছে বাংলাদেশের। যেখান থেকে দলকে টেনে তুলতে পারেনি কেউ। এমন পরিস্থিতি বাংলাদেশ ব্যাটসম্যানদের আরো তাঁতিয়ে দিয়েছেন রোহিত।
১৪তম ওভারে বোলিংয়ে আক্রমণে আসেন কুলদীপ। তৃতীয় বলেই সাকিব আল হাসানকে ফেরান তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন তখন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই গুগলি দেন কুলদীপ। যা কষ্টসাধ্যে মোকাবিলা করেন রিয়াদ। তখন কুলদীপকে রোহিত বলেন, মাত্রই নামলো খেলতে দাও।
https://www.facebook.com/watch/?v=778846847757971
ভাইরাল সে ভিডিওতে হিন্দিতে রোহিতকে বলতে শোনা যায়, ‘কেয়া হ্যায়, খেলনে দে না ইয়ার, অভি অভি আয়া হ্যায়, আড়া মারানে দে না, এক আউট হুয়া হ্যায়, আড়া মারনে দে।’ যার ভাবার্থ হচ্ছে, ‘আরে কী হয়েছে, ওকে খেলতে দে, সবে তো এসেছে, একজন তো আউট হয়েছে, খেলতে দে।)’
বাংলাদেশকে ১৪৬ রানে থামিয়ে দিয়ে ৫০ রানের জয় পায় ভারত। সুপার এইটে এটি তাদের দ্বিতীয় জয়।
সেমির টিকেট নিশ্চিতে নিজেদের তৃতীয় ম্যাচে রোহিত শর্মারা আগামী ২৫ জুন মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।