স্পোর্টস ডেস্ক : সাব্বির রহমান, দেশের ক্রিকেটের তরুণদের মধ্যে একসময়কার অন্যতম উঠতি তারকা। ২০১৫ সালে এই ব্যাটারের ব্যাটিং দেখে অনেকেই বলতেন এই বুঝি বাংলাদেশ ক্রিকেট পেয়ে গেছে নিজেদের বিরাট কোহলি। কিন্তু দিন বদলেছে ক্যারিয়ারের শুরুর দিকে নিজের জাত চেনালেও, যতোই সময় গড়িয়েছে নিজেকে হারিয়েছেন সাব্বির। এরপর ধীরে ধীরে চলে যান জাতীয় দলের রাডারের বাইরে। এমনকি গত বছরের বিপিএলের নিলামেও পাননি কোনো দল।
যদিও কয়েক মাস আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। তবে আরও একবার আলোচনায় এই ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বাংলাদেশ ছেড়ে নাকি স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে খেলবেন সাব্বির! বেশকিছু ইউটিউব চ্যানেলে ভিউয়ের উদ্দেশ্যে এমনই কিছু কন্টেন্ট বানিয়েছেন বেশকিছু অসাধু ইউটিউবার। এমনকি ফেসবুক পোস্টের মাধ্যমেও তা ঢালাওভাবে প্রচারিত হচ্ছে।
যা দেখে বেজায় চটেছেন এই ক্রিকেটার নিজেই। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমন একটি কন্টেন্টের লিংক দিয়ে সাব্বির লিখেছেন, খুবই দুঃখজনক বিষয় এটা, পুরোপুরি সস্তা নিউজ।
বর্তমানে যুক্তরাজ্যে ছুটি কাটাচ্ছেন সাব্বির। এছাড়াও জাতীয় দলের রাডার থেকে অনেকটাই দূরে থাকা এই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তরে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টেও খেলতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।