ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার শুধু ভারতই নয়, পুরো ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা ব্যাটার। তিনি আড়াই দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট হাতে খেলেছেন অবিশ্বাস্য সব ইনিংস। দীর্ঘ ক্যারিয়ারে শত শত দুর্দান্ত ইনিংস খেলা এ কিংবদন্তি ক্রিকেটারের জন্য সেরা ইনিংস বেছে নেওয়া মোটেও সহজ কাজ নয়। কিন্তু এই কঠিন কাজটিই তিনি খুব স্বাভাবিকভাবেই জানিয়ে দিলেন ক্রিকেটপ্রেমী ভক্ত-অনুরাগীদের।
সম্প্রতি রেডিট এএমএতে এক সাক্ষাৎকারে শচীন টেন্ডুলকারকে তার নিজের খেলা প্রিয় সেরা ইনিংস কোনটি প্রশ্ন করা হলে তিনি ব্যতিক্রমী উত্তর দিয়ে সবাইকে অবাক করে দেন। ক্রীড়া সমর্থকদের অবাক করে দিয়ে শচীন নিজের প্রিয় ইনিংস হিসেবে বেছে নেন ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ১০৩ রানের ইনিংসটিকে। সেই সময় চেন্নাই টেস্টে ইংল্যান্ড ভারতকে চতুর্থ ইনিংসে ৩৮৭ রানের বিশাল লক্ষ্য দেয়।
সেই ম্যাচে টেন্ডুলকার ১৯৬ বল খেলে অপরাজিত ১০৩ রান করে ভারতের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। ভারত ৪ উইকেট হাতে রেখেই এ রান তাড়া করে ম্যাচ জেতে, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা রান চেজগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত।
অথচ শচীন টেন্ডুলকারের স্মরণীয় ইনিংস বলতেই ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা সেঞ্চুরি, ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৯৮ রানের ঝোড়ো ইনিংস কিংবা অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্টে ডাবল শতকসহ আরও অসংখ্য ইনিংস স্মরণে আসে। কিন্তু সেসব পেছনে ফেলে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করা ১৯৬ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংসটিই ভারতের ঐতিহাসিক জয়ে নায়কবনে যান শচীন টেন্ডুলকার। আর এই ইনিংসটি হয়ে উঠে এ ক্রিকেট কিংবদন্তির চোখে সেরা ইনিংস।তবে শচীন সমর্থকরা তার জবাব শুনে অবাক হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।