ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগ নিয়ে যা বললেন সাদ্দাম

saddam

জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির রেশ ধরে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পদত্যাগ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যেমে একের পর এক পদত্যাগের ঘোষণা দিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। এখন পর্যন্ত শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরর পদত্যাগের খবর পাওয়া গেছে। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

saddam

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে সাদ্দাম বলেন, আমরা সব যাচাই–বাছাই করছি। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এর বেশি কিছু না।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত প্রায় শতাধিক নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন।

হাসপাতালে ভর্তি শামীম ওসমান

পদত্যাগ করা নেতাদের মধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের রয়েছে অন্তত ১৮ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৭ জন নেতা, কুমিল্লা বিশ্ববিদ্যারয়ের রয়েছে ১০ জন। এ সংখ্যা আরো বেশি হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।