আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে মার্কিন অস্ত্র এবং দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রত্যাশা করেছে সৌদি আরব। ১৭ জুন, শনিবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। খবর দ্য নিউ আরব।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রিয়াদ সফর করেন। সে সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য বেশ কিছু শর্ত দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সৌদি যুবরাজ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিককরণের বিনিময়ে মার্কিন অস্ত্রের পাশাপাশি বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচির অনুমোদন চাইছে। এছাড়া ওয়াশিংটনের সঙ্গে একটি গ্যারান্টিযুক্ত প্রতিরক্ষা চুক্তিও চাইছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন। ৪০ মিনিটের ফোন কলে তিনি নেতানিয়াহুকে বিন সালমানের শর্তাবলী সম্পর্কে অবহিত করেছিলেন।
মোহাম্মদ বিন সালমানের এমন শর্ত সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই পরমাণু কর্মসূচির জন্য সৌদি আরবের দাবিতে অনীহা প্রকাশ করেছে।
এই জাতীয় অনুরোধের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। অথচ জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্য সৌদি যুবরাজের প্রতি ক্ষুব্ধ থাকার কারণে এর বিরুদ্ধে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত নেতানিয়াহু সৌদি পরমাণু কর্মসূচিতে সম্মতি দিলে জাতীয় নিরাপত্তা সংস্থার কঠোর বিরোধিতার মুখোমুখি হতে পারেন।
এছাড়া মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এসব শর্ত ছাড়াও ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ভুগছেন এমন ফিলিস্তিনিদের বাসস্থানের বিষয়েও সৌদি আরবের কিছু শর্ত রয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।
উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। এরপর মরক্কো এবং সুদানও এই দুই আরব রাষ্ট্রের পথ অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে এখন সম্পর্ক স্বাভাবিক করার জন্য মরিয়া হয়ে ওঠেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।