৪ ঘন্টা হোটেলে কি করেছিলেন জায়েদ-সায়ন্তিকা, জবাবে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : এ যেন রবিঠাকুরের অমর ছোট গল্প—শেষ হইয়াও হইলো না শেষ। প্রসঙ্গ—জায়েদ খান-সায়ন্তিকা ব্যানার্জি এবং তাঁদের চলচ্চিত্র ‘ছায়াবাজ’।

সেই ছবির কারণে কক্সবাজারে গিয়েছিলেন কলকাতার এ নায়িকা। হয়েছে হট্টগোল। প্রযোজক মনিরুল ইসলাম ও নৃত্য পরিচালক মাইকেল বাবুর অভিযোগ—শুটিংয়ের মাঝে হোটেলে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় করেছেন নায়ক ও নায়িকা। ড্রেস পরিবর্তনের কথা বলে চার ঘণ্টা সময় নিয়েছেন জায়েদ ও সায়ন্তিকা।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। চার ঘণ্টা হোটেল রুমে কী করছিলেন দুজনে, জামা বদলাতে এতক্ষণ সময় লাগে—এমন প্রশ্নে সায়ন্তিকা চূড়ান্ত তিতিবিরক্ত।

এই প্রসঙ্গে নায়িকার বক্তব্য, ‘দুজন মানুষ হোটেল রুমে বসে থাকতেই পারে। কে আমায় নিয়ে কী ধরনের ঘৃণ্য মন্তব্য করবে এটা ভাবার বিষয় নয়। কোনও মানুষকে সাফাই দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

দুই বাংলায় এখনও চূড়ান্ত শোরগোল। সায়ন্তিকা-জায়েদের শুটিং ফ্লোরে নাকি প্রেমের গন্ধ পেয়েছেন অনেকে। দুজনে একসঙ্গে হোটেলে হেঁটে বেড়িয়েছেন, হাত ধরে। খাইয়ে দিয়েছেন একে অপরকে। সায়ন্তিকার জন্য সকালের নাস্তা পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছেন জায়েদ। তবে নায়ক বিষয়টি বন্ধুসুলভ দৃষ্টিতে দেখতে বলেছেন।

‘হোটেলে জায়েদ-সায়ন্তিকার বেশি সময় কাটানোয় দ্বন্দ্বের সূত্রপাত’‘হোটেলে জায়েদ-সায়ন্তিকার বেশি সময় কাটানোয় দ্বন্দ্বের সূত্রপাত’
প্রসঙ্গত, ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন জায়েদ খান ও সায়ন্তিকা।

মানুষ আমাকে ট্রল করে, এটা খারাপ লাগে না: চিত্রনায়ক রিয়াজ