আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তবে ঘরের মাঠে তার সম্ভাব্য শেষ ম্যাচকে ঘিরে শুরু হয়েছে ভক্ত-সমর্থকদের মাঝে আলোচনার ঝড়। আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এ ম্যাচই হতে পারে মেসির ‘শেষ হোম ম্যাচ’।
মেসি নিজেও সেই ম্যাচকে বিশেষভাবে দেখছেন। তিনি জানিয়েছেন, স্ত্রী–সন্তান ও বাবা-মা-ভাইবোনসহ পুরো পরিবার নিয়ে সেদিন মাঠে উপস্থিত থাকবেন। মেসির ভাষায়, এটি আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে… এরপর কী হবে আমি জানি না। যদিও তিনি সরাসরি অবসরের ইঙ্গিত দেননি। তবে অনিশ্চয়তা যে রয়ে গেছে, তা স্পষ্ট।
এরই মধ্যে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলে এই ম্যাচ নিয়ে বাড়তি আবেগ কাজ করছে সমর্থক ও সতীর্থদের মধ্যে।
কোচ লিওনেল স্কালোনি অবশ্য মেসির ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনার পরিবর্তে বর্তমানকে উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সবসময় একটু বিষণ্ণতায় ভুগি। কিন্তু এখন উপভোগ করার সময়। যতদিন মেসিকে পাচ্ছি, ততদিন তাকে উপভোগ করতে হবে। ভবিষ্যতে যা ঘটার ঘটবে।
তিনি আরও যোগ করেন, মেসি শুধু আর্জেন্টিনার জন্য নয়, ফুটবল বিশ্বের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তার ওপর বাড়তি চাপ দেওয়া ঠিক নয়। সিদ্ধান্তের অধিকার তার নিজের, কবে থামবেন সেটি একমাত্র মেসিই ঠিক করবেন। আমরা সবসময় তার পাশে থাকব।
এদিকে, আর্জেন্টাইন ফুটবলে আরেক আবেগঘন অধ্যায় লিখেছেন আনহেল ডি মারিয়া। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে যোগ দেওয়ার পর নিউওয়েলসের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেছেন তিনি।
এ নিয়ে স্কালোনির মন্তব্য, দেখেছি…নিউওয়েলসের বিপক্ষে গোল করল, আমার জন্য মিশ্র অনুভূতি। কিন্তু ওর জন্য ভীষণ খুশি হয়েছি। ডি মারিয়া অসাধারণ একজন মানুষ, তার জীবনের গল্পের মতোই এটি এক আবেগঘন প্রত্যাবর্তন।
সব মিলিয়ে, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শুধু একটি বিশ্বকাপ বাছাই নয়, আর্জেন্টাইনদের জন্য এটি হয়ে উঠছে আবেগ ও অনিশ্চয়তার মিশ্র এক স্মরণীয় মুহূর্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।