বিনোদন ডেস্ক : একের পর এক ফ্লপে ডুবতে বসেছিল শাহরুখের ফিল্মি কেরিয়ার। তার উপর ছেলে আরিয়ানের মাদককাণ্ড। শাহরুখের জীবনে রীতিমতো ঝড় উঠেছিল। তবে বলিউডের বাদশা বলে কথা। ভাঙবেন, তবু মচকাবেন না। শাহরুখ ফিরে এলেন ফিনিক্স পাখির মতো। ফের উঠল ঝড়। তবে এবার তাঁর জীবনে নয়, বরং বক্স অফিসে সুনামি আনলেন শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি দিয়ে বলিউডের ডুবন্ত নৌকার পাল ধরলেন তিনি। ফের প্রমাণ করলেন, তিনিই বলিউডের আসল বাদশা।
শাহরুখের বয়স এখন ৫৭। লোকে যখন এই বয়সে অবসর নেন, সেখানে শাহরুখ লুক বদলে, পর্দা কাঁপাচ্ছেন। উঠতি নায়কদের দিকে ছুঁড়ছেন চ্যালেঞ্জ। এই বয়সে এসেও, লড়াইয়ে খামতি নেই তাঁর। কিন্তু আর কদিন এভাবে বলিউডকে সামলাবেন?
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে’ শাহরুখ স্পষ্ট জানালেন, তাঁর ফিল্মি কেরিয়ারের কথা। শাহরুখের কথায়, ”আমি অবসর নেওয়ার সময়টা এখনও শুরু হয়নি। এখনও ৩৫ বছর রয়েছে আমার হাতে। আরও ভালো কিছু করতে হবে। আমি এমন একটা ছবি করতে চাই। যা দেখে গোটা দুনিয়া আমাকে ভালোবাসবে। এরপর আর কেউ যাতে আমাকে না বলে, কেন আমি ক্রশওভার অভিনেতা নই। এমন একটা ছবি করতে চাই যা আমাকে বিশ্বের সব কোণায় জনপ্রিয় করে তুলবে।”
‘জওয়ান’ ছবি ব্লকবাস্টার হওয়ার পর শোনা গিয়েছিল শাহরুখ কিছুদিন বিরতি নেবেন অভিনয় থেকে। এমনকী, শোনা গিয়েছিল আগামী চার পাঁচবছর কোনও সিনেমায় সই করবেন না তিনি। তবে শাহরুখ যে ফের নতুন কিছু চমক দিতে চলেছেন, তার ইঙ্গিত পাওয়া গেল শাহরুখের এই বক্তব্য থেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।