বিনোদন ডেস্ক : অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি রুপির সম্পদ জব্দ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যে আছে জুহু এলাকায় একটি আবাসিক ফ্ল্যাট। তবে ফ্ল্যাটটি বর্তমানে শিল্পা শেঠির নামে নিবন্ধিত। বিটকয়েন পোনজি দুর্নীতির তদন্তের সঙ্গে সম্পর্ক থাকায় এই সম্পদ জব্দ করেছে ইডি। এর মূল্য ৯৭.৭৯ কোটি রুপি। যেসব সম্পদ জব্দ করা হয়েছে তার মধ্যে আরও আছে- পুনেতে একটি আবাসিক বাংলো, রাজ কুন্দ্রার মালিকানাধীন নগদ অর্থ।
২০২১ সালে পর্নোকাণ্ডে নাম জড়ায় অভিনেত্রীর স্বামী রাজের। সেই সময় একটা লম্বা সময়ে হাজতে থাকতে হয় শিল্পার স্বামীকে। যদিও জামিনে ছাড়া পেয়ে একটু একটু করে নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছিলেন তারা। এর মধ্যেই ফের ঝামেলায় পড়লেন শিল্পা ও তার স্বামী।
এ ঘটনার পর অনেকেই উদ্বেগে ছিলেন। প্রশ্ন ভাসছিল—, কেমন আছেন অভিনেত্রী? অবশেষে নীরবতা ভাঙলেন শিল্পা। জানালেন নিজের অবস্থানের কথা।
শিল্পা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘অসম্মানের সময় বিচলিত না হয়ে শান্ত হতে শেখ।’
তার পরই অন্য একটি পোস্টে সাইবারে ছবি দিয়ে লেখেন, ‘শরণাপন্ন করে দাও।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।