বিনোদন ডেস্ক : এবারের পূজায় মুক্তি পাচ্ছে কলকাতার পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ’। সেখানে বর্ধমানের এসপি সংযুক্তা মিত্র হয়ে পর্দায় আসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
মঙ্গলবার সংযুক্তা মিত্রের প্রথম ঝলক ফেইসবুকে পোস্ট করেন শিবপ্রসাদ। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথমবার মিমিকে দেখে কী বলেছিলেন, সে কথা সেখানে লিখেছেন তিনি।
শিবপ্রসাদ লিখেছেন, “২০১৬ সালে মিমি চক্রবর্তীর সঙ্গে আমার পরিচয়। ‘পোস্ত’ সিনেমায় তার একক অভিনয়ের একটি দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘এতো কে এল রাহুল! একে কোথা থেকে খুঁজে পেলে? তুমি তো বলোনি আমাকে? প্রথম টেস্টেই ৩০০!’”
এই নির্মাতার ভাষ্য, “এবারে আরও পরিণত, একদম কড়ক, নতুন মোড়কে মিমি। এস পি বর্ধমান, সংযুক্তা মিত্র।”
পোস্টারে মিমির পরণে ছিল সাদা শার্ট, নীল জিনস, চামড়ার বুট ও সানগ্লাস। ক্যাজুয়াল লুকে ‘রাফ অ্যান্ড টাফ’ পুলিশ অফিসার সেজেছেন তিনি।‘রক্তবীজ’-এ প্রথম বার মিমির সঙ্গে জুটিতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।
এ অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে আবীর বলেন, “মিমি হল পোলাও-খাসির মাংসের যুগলবন্দি, খেতে অনবদ্য। তবে হজম করতে না পারলে চাপ আছে।”
মিমি-আবীর ছাড়াও এ সিনেমায় প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনসূয়া মজুমদারকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
২০১৬ সালে প্রথমবার নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় ‘পোস্ত’ সিনেমায় দেখা গিয়েছিল মিমিকে। তাদের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন এ অভিনেত্রী। এমনকি পরিচালক জুটির প্রথম হিন্দি সিনেমাতেও নায়িকা হিসাবে কাজ করেছেন মিমি। সংবাদসূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।