বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবসময় ছেলের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুকের জীবনের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে প্রেমের সম্পর্ক—সবই তিনি মায়ের সঙ্গে শেয়ার করেন। এমনকি ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের ছবিও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।
শ্রাবন্তী নিজের ব্যক্তিগত জীবনে বহু চড়াই-উতরাই পার করেছেন। খুব অল্প বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি, এরপর তাঁদের সংসারে আসে অভিমন্যু। যদিও দাম্পত্য জীবন টেকেনি, কিন্তু ছেলেকে বড় করেছেন একাই।
সম্প্রতি ছেলের প্রেম জীবন নিয়ে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “অভিমন্যুর জীবন ওর নিজের। সে যদি লিভ-ইন সম্পর্কে থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই। জীবন একটাই, তাই যার যেখানে ভালো লাগে, সেটাই করা উচিত।”
শ্রাবন্তী আরও জানান, ভবিষ্যতে ছেলে যেকোনো পেশায় যেতে চাইলে তিনি পাশে থাকবেন।
বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘দেবী চৌধুরানী’ সিনেমার শুটিং ও অন্যান্য কাজ নিয়ে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও, সেসব নিয়ে মাথা ঘামান না অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।