বিনোদন ডেস্ক : ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা। বলিউড অভিনেতার ওপর হওয়া এই হামলা নিয়ে সবাই সরব। কেউ বলছেন নিরাপত্তা নিয়ে, আবার কেউবা সাইফের দ্রুত আরোগ্য চেয়ে করছেন দোয়া। কেউবা ছুটছেন হাসপাতালে। এ থেকে বাদ যায়নি টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।
সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাইফকে নিয়ে লেখেন শ্রীলেখা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে শ্রীলেখা সাইফের সঙ্গে থাকা কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ছবিগুলো ২০০৭ সালের, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুটিং চলাকালীন সময়ের। ওই শুটিং পরিচালনা করেন প্রদীপ সরকার।
শ্রীলেখা লেখেন, ‘কারো জন্মদিন বা মৃত্যুদিনে ওই ব্যক্তির সঙ্গে তোলা কোনো ছবিই মানুষ সাধারণত সামাজিক মাধ্যমে পোস্ট করেন। কিন্তু এই স্মৃতিচারণ আমার পছন্দ নয়। তার ওপর, এই সময়ে সাইফ ও তার পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পোস্টে সাইফের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন এই অভিনেত্রী।
এদিকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফের অবস্থা এখন ভালো। তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ ভালো আছেন। অন্যদিকে হামলাকারীর ছবি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
গত বুধবার (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় নিচ বাড়িতে হামলা হয় সাইফের ওপর। বহুতল ভবনটির ৮ম তলায় থাকতেন সাইফ-কারিনা দম্পতি। সেদিন রাত ২টা ৩৩ মিনিটে হামলাকারীকে দেখা যায় সিঁড়িতে। সিঁড়ি দিয়ে নিচে নামছিল মধ্যবয়স্ক ওই ব্যক্তি। জিন্স ও টিশার্ট পরা ওই ব্যক্তি নামার সময় এক পর্যায়ে ক্যামেরার দিকে তাকান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।