বিনোদন ডেস্ক : নাটক কিংবা সিনেমা, ওয়েব সিরিজ কিংবা বিজ্ঞাপন— অভিনয়শিল্পী হিসেবে চঞ্চল চৌধুরী যেখানেই স্পর্শ করেছেন, সেখানেই বাজিমাত করেছেন। কিন্তু এই অভিনেতাকেও সামাজিকমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়। তবে এসব নিয়ে একেবারে মাথা ঘামান না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানালেন, কোনো অপমানই এখন আর গায়ে লাগে না তার। প্রিয় তারকার এমন পোস্টে রহস্যের দানা বেঁধেছে তার ভক্তদের মনে। হঠাৎ কী হলো চঞ্চলের?
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন চঞ্চল। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, কোনো অপমানই এখন আর আমার গায়ে লাগে না। সেটা হোক সামাজিক যোগাযোগমাধ্যমে অথবা ব্যক্তিজীবনে। কারণ বয়স যেমন হয়েছে, ধৈর্য বেড়েছে পাল্লা দিয়ে— এটি আমার দুর্বলতা নয়।
চঞ্চলের জনপ্রিয়তাও দিনকে দিন যে বাড়ছে তা ‘হাওয়া’ সিনেমা ও ‘কারাগার’ ওয়েব সিরিজ মুক্তির পরই জানা গেছে। তার অভিনয়ে প্রশংসা করেছেন খোদ ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনয়শিল্পীরাও।
এদিকে দুই বাংলার সবাই মুখিয়ে রয়েছেন মৃণাল সেনের ভূমিকায় তাকে দেখার জন্য। এ ছবিতেই তার স্ত্রীর চরিত্রে অর্থাৎ গীতা সেনের ভূমিকায় রয়েছেন কলকাতার মনামী ঘোষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।