স্পোর্টস ডেস্ক : টানা দুই টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিল টাইগাররা। আর এমন জয় মাঠে বসে দেখেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এমন দাপুটে জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে দলকে, এমনটাই বিশ্বাস তামিমের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
ম্যাচ শেষে তামিম বলেন, ‘শেষ কিছুদিন ধরে যখন ফলাফল হচ্ছিল না অনেক ধরনের আলোচনা হচ্ছিল। আমার কাছে মনে হয় এই দলটির এই জয় প্রাপ্য। বাংলাদেশের ক্রিকেটের ফ্যান যারা আছে তাদেরও এটা প্রাপ্য… আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেট ফ্যান এটা ডিজার্ভ করে। এটা খুবই তরুণ একটা দল। যখন পারফরম্যান্স ভালো হয় না। অনেক সমালোচনা হয়, তাদের আত্মবিশ্বাসের জন্য এই জয়টি গুরুত্বপূর্ণ।
দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমনকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম। তিনি বলেছিলেন, ‘খুবই চমৎকার লাগে (তানজিদ-ইমনের ছক্কা)। আমার মনে হয় তারা খুবই সামর্থ্যবান ব্যাটসম্যান। আশা করি তারা সবরকমের সাফল্য পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।