১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ, যা বললেন চিত্রনায়িকা তানহা

বিনোদন ডেস্ক : সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে। সেখানে প্লট পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কাঠার একটি প্লট।

এদিকে আরিফিন শুভর এই প্লট উপহার পাওয়াকে যথার্থ বলে মনে করছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তিনি বলছেন, ‘আমি এটা জানতাম। সে উপহার পাবে সে এটা পাওয়ার যোগ্য এবং আমার নায়কের জন্য আমি খুব খুশি।’

আরিফিন শুভর প্লট, যা বললেন মাহবুব কবির মিলন
তানহা তাসনিয়া ‘ভালো থেকো’ নামের একটি সিনেমায় আরিফিন শুভর নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। তাই স্বাভাবিকভাবেই নিজের নায়কের এই প্রাপ্তিতে খুশি নায়িকা।

আরিফিন শুভর প্লট পাওয়ার বিষয়টি দেশের প্রায় সব গণমাধ্যমেই প্রকাশ পেয়েছে। সেসবের সংবাদ লিঙ্ক শেয়ার করে অনেকেই বলছেন, শুভ বঙ্গবন্ধুর বায়োপিকে পারিশ্রমিক নেননি, এটার কারণেই পেয়েছেন প্লট। ১ টাকা পারিশ্রমিকের ফল পেয়েছেন এই চিত্র তারকা। এছাড়াও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ফেসবুকজুড়ে।

দেশে বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তির পর সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখেছেন। তিনি শুভর ভূয়সী প্রশংসা করেছেন।