বিনোদন ডেস্ক : শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভে মুখে গত শনিবার সন্ধ্যায় দেশ নাটক দলের আয়োজনে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেন প্রতিষ্ঠানটির ডিজি সৈয়দ জামিল আহমেদ। এরপর তা নিয়ে নানারকম আলোচনা চলছে। এ নিয়ে নিজের মত প্রকাশ করেছেন অভিনেতা তারিক আনাম খান। তিনি বলেন, প্রদর্শনী বন্ধ করা ঠিক হয়নি।
একই দিণ অভিনেত্রী মেহজাবীনকে চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে দেওয়া হয়নি। এটা নিয়েও জানালেন প্রতিক্রিয়া। তারিক আনাম খান বলেন, মেহজাবীনের অনেক ফ্যান-ফলোয়ার আছেন। তাকে অনেকে পছন্দ করেন। আমাদের দেশে শোরুম উদ্বোধন এইগুলো হরহামেশাই হয়। খেলোয়াড়, শিল্পী, অভিনেতা, অভিনেত্রীদের দিয়ে উদ্বোধন অনুষ্ঠান হয়। আমি জানি না কেন এমনটা হয়েছে। মেহজাবীন যদিও নায়িকা, মিডিয়ার লোক, তাই বলে এমনটা হয়েছে, তাহলেও আমার জন্য কষ্টদায়ক। সেটা মেনে নেওয়া মুশকিল।
গুণী এই অভিনেতা বলেন, সাধারণত শোরুম উদ্বোধন হলে কী হয়? মিলাদ হয়, দোয়া অনুষ্ঠান হয়। কেউ একজন উদ্বোধনে গেলে মানুষ দেখতে আসে। প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন হয়ে যায়। এইটা তো ক্যাম্পেইন। এগুলো তো সব জায়গায় হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত এবং মোটেও ভালো কাজ বলে মনে করি না। এমন কর্মকাণ্ডে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত। সবার শুভবুদ্ধির উদায় হোক।
গত শনিবার চট্টগ্রাম নগরে বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের শোরুমের উদ্বোধন করার কথা ছিল তাঁর।
মেহজাবীন চৌধুরীকে দিয়ে খুকি লাইফ স্টাইলের শোরুমের উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’। ওইদিন বিকেলে উদ্বোধন অনুষ্ঠানের আগে শোরুমের সামনের এলাকায় অবস্থান নেন ৫০–৬০ জন ব্যক্তি। তাঁরা স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লি বলে পুলিশ জানায়।
এদিকে শোরুমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে গিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে যাননি তিনি। শোরুম কর্তৃপক্ষ বলছে, ‘ব্যক্তিগত’ কারণে নায়িকা মেহজাবীন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।