জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে কোনো বাঁধা হয়ে দাঁড়াবে না। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সাধারণ ভিসা প্রার্থীদের কোনো বাধা প্রদান করছে না। একটি বিশেষ শ্রেণির ক্ষেত্রে, তাদের আইনানুযায়ী করছে, এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে না।’
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘এই সফরে দুই দেশের মধ্যকার সব বিষয়ে নিয়ে আলোচনা হবে। র্যাবের ওপর নিষেধাজ্ঞার ইস্যুটি থাকছে কি না, এখনো নিশ্চিত নই।’
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হবে, তবে কোন পদ্ধতিতে, সেটা অর্থ উপদেষ্টা বলতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।