ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে : নতুন উপাচার্য

VC

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই। সেই সঙ্গে আগামী ১ সপ্তাহের মধ্যে প্রশাসন পুরোপুরি সচল হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

VC

সরকারি সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও কার্যত বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। কারণ এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ প্রশাসনের অনেক পদ খালি। এর মধ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ। তিনি জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আমার টিম এখনও পুরোদস্তুর কার্যভার নেননি। তাদের সহযোগিতা জন্য আমি অপেক্ষা করছি, তারা আসবেন।’

এদিকে, রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাস এবং হলে গণরুম না রাখার দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলছেন, কেউ যাতে নির্যাতিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণায় জোর দেওয়ার তাগিদ তাদের।

ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন উপাচার্য। তিনি বলেন, ‘হলগুলোকে হল সংশ্লিষ্ট প্রশাসনের সাথে মিলে ছাত্রদের সাথে, তারা যেহেতু ব্যবহারকারী। এখানে দীর্ঘদিনের ভুক্তভোগীরা আছেন। তাদের অনেক পরামর্শ আছে। হলগুলোকে যদি আমরা মোটামুটি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত করতে পারি যে, যারা ঢুকবেন তারা ন্যায্যতার ভিত্তিতেই ঢুকবেন।’

শিগগিরই ক্লাস-পরীক্ষা শুরু হবে। সেই সঙ্গে একাডেমিক ক্ষতি পোষাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন ভিসি।