শাহরুখ খান কয়টায় ঘুমান, কতবার খান, আপনি জানেন?

srk

বিনোদন ডেস্ক : শাহরুখ খান কয়টায় ঘুমান, কতবার খান, আপনি জানেন?

srk

জানা না থাকলে কিং খানের কাছ থেকেই জানুন এই প্রশ্নের উত্তর। ‘দ্য গার্ডিয়ান’ কে দেয়া সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর শাহরুখ জানিয়েছেন নিজেই।

সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, তিনি কাজ সেরে বাড়ি ফেরেন রাত দুইটায়। ঘুমানোর আগে ব্যায়াম করেন।

শাহরুখের ভাষ্য এমন, ‘আমি ঘুমাতে যাই ভোর পাঁচটায়। এরপর নয়টা-দশটায় উঠি, যদি শুটিং থাকে। বাড়ি ফিরতে রাত দুইটা বাজে। এরপর গোসল করি এবং ঘুমানোর আগে ব্যায়াম করি।’

প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খান মাত্র একবার পেট ভরে খান দিনে। ব্যায়াম করেন মাত্র আধা ঘণ্টা করে, প্রতিদিন।

‘পাঠান’-এর আগে চার বছর পর্দায় অনুপস্থিত ছিলেন অভিনেতা। সেই সময় প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘৫৫ বছর বয়সে আমি বিরতি নিয়েছিলাম। মহামারীর সময়, কিছুই করার ছিল না। আমি তখন সবাইকে বলতাম, ইতালিয়ান রান্না আর ব্যায়াম শিখতে। আমি তখন ব্যায়াম করতাম। আমি পেশিবহুল শরীর তৈরি করি।’

শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সঙ্গে থাকবেন অভিনেতার মেয়ে সুহানা খানও। সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনা করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

শ্যামৌপ্তির এই রূপে মুগ্ধ তাঁর অনুরাগীরা, ছবি থেকে চোখ ফেরানো দায়

এই সিনেমা প্রসঙ্গে শাহরুখের ভাষ্য, গত ৭-৮ বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম। তখনই ভাবলাম, সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই সিনেমা বানাতে পারবেন।