জুমবাংলা ডেস্ক : মেট্রোরেলে ভ্রমণের জন্য বতর্মানে নির্ধারিত টিকেট অফিস হতে নিবন্ধন ফরেম তথ্য প্রদান করে এমআরটি পাস ক্রয় করা যাবে। এমআরটি পাসটির প্রাথমিক মূল্য পাঁচশত টাকা। এর মধ্যে নিরাপত্তার জামানত দুইশত টাকা ও ব্যবহারযোগ্য অর্থের পরিমাণ তিনশত টাকা। এই কার্ডের মেয়াদ দশ বছর।
এমআরটি পাস বা একক যাত্রার টিকেট ফেরত ও পুনঃইস্যু
অব্যবহৃত একক যাত্রার টিকেট ক্রয়ের তারিখে অফিস সময়ের মধ্যে টিকেট অফিসে ফেরত দেওয়া যাবে। আর এমআরটি পাস ফেরত প্রদানের ক্ষেত্রে- পাসটি ব্যবহারযোগ্য হলে ৫০ টাকা সার্ভিস চার্জ কর্তনপূর্বক নিরাপত্তা জামানত ও অব্যবহৃত স্থিতি ফেরত প্রদান করা হবে।
এমআরটি পাস হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পুনঃইস্যুর জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। অব্যবহৃত স্থিতি স্বয়ংক্রিয়ভাবে নতুন এমআরটি পাসে স্থান্তরিত হবে। তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া এমআরটি পাস পুনঃইস্যুর জন্য প্রসেসিং ফি বাবদ দুইশত টাকা দিতে হবে।
হারিয়ে যাওয়া এমআরটি পাস পুনঃইস্যুর জন্য পুনরায় নিরাপত্তা জামানত দুইশত টাকা এবং প্রসেসিং ফি বাবদ দুইশত টাকা মোট চারশত টাকা জমা দিতে হবে। পুনঃইস্যুর পর হারিয়ে যাওয়া পাসটি খুঁজে পাওয়া গেলে এবং ব্যবহারযোগ্য হলে ৫০ টাকা সার্ভিস চার্জ প্রদান করে নিরাপত্তা জামানত ফেরত পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।