ফোনের ক্যামেরা হঠাৎ কাজ না করলে নিজেই ঠিক করতে পারেন কয়েক ক্লিকেই

মোবাইল ক্যামেরা নষ্ট

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আনন্দঘন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যম স্মার্টফোন। তবে দীর্ঘ সময় এটি ব্যবহারের ফলে নানা সমস্যা তৈরি হতে পারে। হঠাৎ করে জরুরি মুহূর্তে ক্যামেরা কাজ নাও করতে পারে।

মোবাইল ক্যামেরা নষ্ট

স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্তগুলো ক্যাপচার করতে গিয়ে এমন সমস্যা দেখা দিলে খুব সহজে নিজেই ফোনের ক্যামেরা ঠিক করতে পারেন। জেনে নিন উপায়-

মোবাইল রিস্টার্ট

জরুরি মুহূর্তে ক্যামেরা কাজ না করলে মোবাইল রিস্টার্ট দিলে সমস্যার সমাধান হতে পারে। মূলত অনেকেই লম্বা সময় ডিভাইস ব্যবহার করেন কিন্তু রিস্টার্ট দেন না। রিস্টার্টের কারণে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাই স্মার্টফোনের ক্যামেরা ঠিকমতো কাজ না করলে প্রথমে এটি রিস্টার্ট দিয়ে দেখতে হবে।

ক্যাশে এবং ডেটা ক্লিয়ার করুন

ক্যামেরা অ্যাপের ক্যাশে এবং ডেটা সাফ করুন। ক্যামেরা অ্যাপের ক্যাশে এবং ডাটা পূরণ করার ফলেও ক্যামেরায় সমস্যা হতে পারে। অতএব ক্যামেরা অ্যাপটি বন্ধ করুন এবং এর ক্যাশে এবং ডাটা সাফ করুন।

সফটওয়্যার আপডেট

ফোনের সফটওয়্যার আপডেট করুন। ফোনের সফটওয়্যার আপডেট করা থাকলে ক্যামেরা ও অন্যান্য ফিচার ঠিকমতো কাজ করে। তাই নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট করুন।

iQOO-র নতুন চমক, বাহুবলী চিপসেটের সঙ্গে আনছে রেসিং ফোন

ফ্যাক্টরি রিসেট

ফোন ফ্যাক্টরি রিসেট করুন, যদি উপরের কোনো পদ্ধতি কাজ না করে, আপনি ফোন ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এটি ফোনের সফটওয়্যার এবং সব সেটিংস ডিফল্ট করে দেবে। কিন্তু ফ্যাক্টরি রিসেট করার আগে সব ফাইল, ছবি, ভিডিও ও দরকারি ডকুমেন্ট ব্যাকআপ নিতে ভুলবেন না। কারণ ফ্যাক্টরি রিসেট করলে আপনার ফোনে থাকা সব ডাটা মুছে যাবে।

সূত্র: মেক ইউজ অব