বোতলের ঢাকনা আটকে গেলে সহজে তা খোলার ৫টি কৌশল!

বোতলের ঢাকনা

লাইফস্টাইল ডেস্ক : বোতলের ঢাকনা টাইট হয়ে গেলে তা খোলা নিয়ে সারা বাড়ি জুড়ে চলে তোড়জোড়। হাইসা হুইসা করেও অনেক সময় ঢাকনা খুলতে গিয়ে কাল ঘাম বেরিয়ে যায়। চামচ দিয়ে খোঁচানো থেকে শুরু করে কাপড় দিয়ে মুড়ে খোলার চেষ্টা কত কিছুই না আমরা করি। কখন কখন খুলে যায় আবার কখন কখন না। হাতের কাছে থাকা সামান্য কয়েকটি জিনিস সম্পর্কে আজ জেনে রাখুন। যা দিয়ে কোন রকমের যুদ্ধ না করেই খুলে নিতে পারবেন বোতলের ঢাকনা।

বোতলের ঢাকনা খোলার ৫টি টিপসঃ
আজ আপনাদের সাথে বোতলের ঢাকনা খোলার ৫টি টিপস শেয়ার করছি। খুব সহজ প্রত্যেকটি কৌশল। এর মধ্যে যেকোনো একটি টিপস ব্যবহার করে বোতলের ঢাকনা খুলতে পারেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক।

১. গরম জলের ব্যবহারঃ
গরম জল ব্যবহার করে সহজেই বোতলের ঢাকনা খুলে নিতে পারেন। এক মিনিটের জন্য বোতলের উপর থেকে গরম জল ঢালুন। এরপর কাপড় দিয়ে জল মুছে নিয়ে ঢাকনা খোলার চেষ্টা করুন, এক নিমেষে ঢাকনা খুলে যাবে। তাপ ধাতুকে কিছুটা প্রসারিত হতে সাহায্য করে। ফলে গরম জল ঢালার জন্য বোতলের ঢাকনা তাপের জন্য আলগা হয়ে যায়। সহজেই ঢাকনা খোলা যায় তাই। নতুন বোতলের সিল ভাঙার জন্য এই কৌশলটি দারুন কার্যকরী। ট্রাই করে দেখুন একবার।

২. বোতলের ঢাকনা খুলুন থাপ্পড় মেরেঃ
বোতলের ঢাকনা খুলুন থাপ্পড় মেরে। আরে নিজেকে বা অন্য কাউকে না! বোতলের ঢাকনা না খুললে, বোতল উল্টে দিয়ে বোতলের পিছনে থাপ্পড় মারুন কয়েক মিনিট। মনের সুখে থাপ্পড় মারার পর বোতল সোজা করে ঢাকনা খুলুন, খুলে যাবে। দারুন না এই টিপসটা! মনের রাগ মেটাতে হলে বোতলের ঢাকনা খুলতে চলে যাবেন না আবার এখন থেকে!

৩. খুব জোড়ে ঝাঁকুনি দিনঃ
ঝাঁকুনি দিয়ে বোতলের ঢাকনা খুলুন। ৪৫ ডিগ্রি কোণে একটি শক্ত বস্তুর বিরুদ্ধে ঢাকনাটিকে আলতোভাবে আঘাত করুন। সিঙ্ক বা রান্নাঘরের কাউন্টার টপের সাথে ঠুকে দিতে পারেন। কাঠের চামচের মতো কিছু দিয়ে আঘাত করতে পারেন। এটি কখনও কখনও ঢাকনাটি সীল ভাঙ্গার জন্য যথেষ্ট। তবে খুব জোরে আঘাত করবেন না। তাতে ঢাকনা ভেঙে যেতে পারে।

৪. ছুরি দিয়ে খুলুনঃ
আটকে যাওয়া বোতলের ঢাকনা বা নতুন বোতলের সিল খোলার জন্য ছুরির ব্যবহার করতে পারেন। একটু সাবধানে এটি করবেন। এটি করার সর্বোত্তম উপায় হল একটি ছোট মাখনের ছুরি। ঢাকনা এবং বয়ামের মধ্যে ছুরিটি সাবধানে স্লাইড করুন এবং সীল ভাঙ্গার জন্য কিছুটা মোচড় দিন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে ঢাকনা খুলে যাবে।

৫. বোতলের ঢাকনা খুলুন ব্ল্যাক টেপ দিয়েঃ
ব্ল্যাক টেপ দিয়ে নানা রকমের হ্যাকস করা যায়। বোতলের ঢাকনা খুলে এটি দারুন কাজ করে। একটি ব্লায়ক টেপ নিন। এবার সেটা বোতলের ঢাকনার গায়ে দুই রাউন্ড পেচিয়ে নিন। শেষের ভাগটা হাতে রাখুন। এবার জোড়সে এক হ্যাচকা টান দিন। দেখবেন ব্ল্যাক টেপে লেগে বোতলের ঢাকনা খুলে গিয়েছে। এটা করাও খুব সহজ। তাই ট্রাই করতে পারেন এই কৌশলটিও।

বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় থাকে কেন