বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্ষাকালে প্রায়ই বাইকের ইঞ্জিন ভিজে যায়। তখন চলতে চলতে বাইক বন্ধ হয়ে যায়। ফের বাইক চালু করতে বিড়ম্বনায় পড়তে হয়। জানুন এই সমস্যার সমাধান।
বর্ষাকালে, স্পার্ক প্লাগ, সাইলেন্সার এবং ব্যাটারি সংক্রান্ত সমস্যাগুলো মূলত মোটরসাইকেলে দেখা যায়। কখনো কখনো রাস্তায় জমে থাকা পানিতে বাইক চালালে সাইলেন্সার পাইপ ডুবে যায়। তখন স্টার্ট বন্ধ হওয়ার উপক্রমও হয়। এমনকি স্পার্ক প্লাগে পানি ঢুকে বাইকে বিদ্যুৎ প্রবাহে বিঘ্ন ঘটে। তখন পুনরায় বাইক স্টার্ট করা দুরূহ কাজ।
এছাড়াও সড়কে জমে থাকা পানির কারণে বাইকের ইঞ্জিন ভিজে যেতে পারে। যদিও ইঞ্জিন ওয়াটার প্রুফ কিন্তু ইঞ্জিন ঠান্ডা হয়ে স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকা জরুরি। এমন রাস্তায় বাইক না চালানোই ভালো।
বাইকের স্পার্ক প্লাগটি পরিষ্কার করা এবং ইনস্টল করা
স্পার্ক প্লাগ দীর্ঘদিন পরিষ্কার না করলে তাতে কার্বন জমে। এমন অবস্থায় বাইকটি মাঝে মাঝে বন্ধ হতে শুরু করে। অনেক সময় স্পার্ক প্লাগ কানেক্টরে বৃষ্টির পানি প্রবেশের কারণে বাইক স্টার্ট হয় না। এটি বৃষ্টির সময় এবং বাইক ধোয়ার পরে ঘটে। তাই, প্লাগ এবং কানেক্টর উভয়ই সময়মতো পরিষ্কার করা গুরুত্বপূর্ণ।
সাইলেন্সার চেক
বৃষ্টির সময় রাস্তায় অতিরিক্ত পানি থাকায় তা সাইলেন্সারের ভেতরে চলে যায়। এমন পরিস্থিতিতে সাইলেন্সার বন্ধ থাকার কারণে বাইক স্টার্ট হয় না। তাই সবসময় সাইলেন্সার চেক করা প্রয়োজন।
বৃষ্টির সময় বাইকার্সদের করণীয়
যথাসম্ভব ডুবে থাকা সড়ক এড়িয়ে চলুন। চেষ্টা করুন যাতে স্পার্ক প্লাগের কানেক্টর এবং ব্যাটারি কানেক্টরে যাতে কোনোভাবে পানি না ঢোকে। এমনকি সাইলেন্সার পাইপেও পানি ঢুকতে দেওয়া যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।