হেলমেটে দুর্গন্ধ হলে যা করবেন

হেলমেটে দুর্গন্ধ

লাইফস্টাইল ডেস্ক : দুই চাকার বাইক বা স্কুটারের ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক। চালক ছাড়াও পিছনের ব্যক্তিকেও নিত্যদিন ব্যবহার করতে হয় এই হেলমেট। অথচ কেবল সঠিকভাবে পরিষ্কার না করায় এই হেলমেট থেকেই আপনার শরীরে ছড়াতে পারে ‘ফাঙ্গাল ইনফেকশন’।

যারা নিয়মিত বাইক চালান গরমে তাদের বড় সমস্যায় পড়তে হয়। দীর্ঘসময় হেলমেট পরে থাকলে গরমে হেলমেটের ভেতরে মাথা ঘেমে দুর্গন্ধ সৃষ্টি হয়। অনেকেই ঠিকভাবে হেলমেট পরিষ্কার করেন না। আবার উবারে চলতে গেলে অন্যের ব্যবহার করা হেলমেট ব্যবহার করেন। এতে অপরিষ্কার হেলমেট ব্যবহারে মাথার ত্বকের নানান সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি চুল পড়ে যাওয়ার সমস্যাও বাড়তে পারে। তাই মাসে অন্তত এক থেকে দুবার হেলমেট পরিষ্কার করুন।

চলুন জেনে নেয়া যাক কীভাবে হেলমেট পরিষ্কার করবেন-

হেলমেটের ভেতরের প্যাড
হেলমেটের ভেতরের প্যাডটি খুব ভাল করে পরিষ্কার করুন। অনেক হেলমেটের ভেতরের প্যাড খুলে ফেলা যায়, সেগুলো পরিষ্কার করতে ৩০ মিনিটের জন্য বেবি শ্যাম্পুর মিশ্রণে ভিজিয়ে রাখুন। পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিন।

এ ছাড়া প্যাড যদি খোলা না যায়, সেক্ষেত্রে বেবি শ্যাম্পুর মিশ্রণে হেলমেটটিকে ১৫-২০ মিনিটের জন্য চুবিয়ে রাখুন। তারপর তাতে আঙুল দিয়ে আলতো করে ময়লাগুলো বের করে নিন। এরপর পরিষ্কার পানিতে দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।

হেলমেট নতুনের মতো চকচকে করতে
পুরোনো হেলমেটটি নতুনের মতো চকচকে করতে চাইলে ভালোভাবে বাফিং এবং পলিশিং করুন। তার জন্য হেলমেটের এক্কেবারে বাইরের অংশটা বেবি শ্যাম্পুর মিশ্রণ দিয়ে ধুয়ে নিন। এরপর সেটিকে নতুনের মতো উজ্জ্বল করতে কার ওয়্যাক্স বা গাড়ির মোম দিয়ে পালিশ করুন।

হেলমেটের ভাইসর দূর করতে
হেলমেটে লাগানো ভাইসর আপনার চোখ, মুখকে ধুলোবালি থেকে রক্ষা করে। এমন পরিস্থিতিতে যদি সেখানে খুব বেশি স্ক্র্যাচ থাকে, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সময়ান্তরে হেলমেটের ভাইসর পরিষ্কার করা খুব জরুরি। যে কোনো হেলমেটের দোকান বা বাইকের দোকানে গেলেই আপনি হেলমেটের ভাইসরটি পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া সেই ভাইসর পরিষ্কার রাখতে পারেন হালকা গরম পানিতে সাবানের দ্রবণের সাহায্যে।

বেকিং সোডা দিয়ে পরিষ্কার করুন
হেলমেট পরার সময় চুলের তেল ও ঘাম দুয়ে মিশে যায়। যে কারণে হেলমেট থেকে দুর্গন্ধ হতে শুরু করে। তাই গন্ধ দূর করতে প্রথমে হেলমেট ধুয়ে নিন ও হেলমেটে বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর কিছুক্ষণ পর বেকিং সোডার পানি দিয়ে পরিষ্কার করুন। আপনার হেলমেট থেকে আসা গন্ধ চলে যাবে।

হেলমেট কিট ব্যবহার করুন
যখন সব পদ্ধতি ব্যর্থ হয়, শেষ বিকল্পটি হল একটি হেলমেট কিট ব্যবহার করা। বাজার থেকে একটি হেলমেট কিট কিনে তা দিয়ে হেলমেট পরিষ্কার করুন। কিট দিয়ে হেলমেট পরিষ্কার করলে হেলমেটও পরিষ্কার হয়ে যাবে, সঙ্গে দুর্গন্ধও বন্ধ হবে।

সূত্র: এবিপি নিউজ।

পায়ের বুড়ো আঙুলে হঠাৎ ব্যথা হওয়াটা যে রোগের লক্ষণ