বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দিন দিন স্মার্টফোনের প্রসেসিংয়ের শক্তি বৃদ্ধি হচ্ছে। একইসঙ্গে থাকছে দ্রুত চার্জিং ও বড় ব্যাটারি প্রযুক্তি। এতসব ফিচারের মধ্যেও ফোনের অন্যতম সমস্যা হচ্ছে ফোন গরম হওয়া। এই সমস্যার অভিজ্ঞতা প্রায় সকলেরই রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়। তবে ঠিক কি কারণে ফোন অতিরিক্ত গরম হচ্ছে বা এটি ঠেকানোর উপায় কি, জেনে নেয়া যাক।
রোদের তাপে ফোন ব্যবহার না করা
রোদের তাপ ফোন ধরে রাখে, তাই সরাসরি সূর্যের আলোতে ব্যবহার করলে ফোন গরম হয়ে যায়। তাই ফোন গরম হয়ে গেলে দ্রুত ঠান্ডা স্থানে সরিয়ে নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, ভালো মানের ফোনও অতিরিক্ত তাপমাত্রায় একটানা ১০ মিনিট ব্যবহার করলে গরম হয়ে যায়। তাই অতিরিক্ত গরম হয়ে গেলে কিছু সময়ের জন্য ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
বিরতি নিন
কখনও একটানা দীর্ঘ সময় ফোন ব্যবহারের কারণে ফোনের ব্যাটারি ও প্রসেসরের উপর অতিরিক্ত চাপ পড়তে শুরু করে। সে সময় ফোন গরম হতে শুরু করে। তাই ফোন ব্যবহারের সময় নির্দিষ্ট সময় অন্তর বিরতি নিলে ফোন গরম হওয়ার সম্ভাবনা কমে।
অ্যাপ বন্ধ
উচ্চ রেজল্যুশনের গেম বা আকারে বড় অ্যাপ ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। অনেক সময় একসঙ্গে একাধিক অ্যাপ চালু থাকলেও ফোন গরম হয়। তাই ফোন গরম হয়ে গেলে দ্রুত চালু থাকা অ্যাপগুলো বন্ধ করে দিতে হবে।
নিয়মিত ফোন রিস্টার্ট
অনেক সময় মেমোরিতে প্রয়োজনীয় ফাইল জমতে থাকার কারণে ফোন গরম হয়। এ জন্য দিনে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে গরম হওয়ার সম্ভাবনা কমে। ফোন গরম হলে সঙ্গে সঙ্গে রিস্টার্ট করলেও সুফল পাবেন।
চার্জ বন্ধ
অনেকে রাতে ঘুমানোর আগে ফোন চার্জ দিয়ে রাখেন। কিন্তু বাজারে থাকা অধিকাংশ মডেলের ফোন কয়েক ঘণ্টাতেই পুরো চার্জ হয়ে যায়। ফলে অতিরিক্ত চার্জ থেকে অনেক সময় তাপ উৎপন্ন হয়, ফলে ফোন গরম হয়ে যেতে পারে। তাই ফোন অতিরিক্ত গরম হলে দ্রুত চার্জ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করে ব্যবহার করতে হবে।
অ্যান্টিভাইরাস
অনেক সময় ফোনে ভাইরাস ও ম্যালওয়্যার প্রবেশ করার কারণে তা গরম হতে থাকে। সে ক্ষেত্রে ফোন থেকে ভাইরাস ও ম্যালওয়্যার দূর করতে হবে। এই কাজের জন্য ফোনে রাখতে পারেন একটি অ্যান্টিভাইরাস।
কেস বা খাপ ব্যবহার না করা
অনেকেই শখের বসে বিভিন্ন রং বা নকশার ফোন কেস ব্যবহার করেন। কিন্তু শক্ত বা বায়ু চলাচলে বাধা সৃষ্টি করা কেস ব্যবহারের কারণেও অনেক সময় ফোন গরম হয়ে যায়। তাই ফোন অতিরিক্ত গরম হলে ফোনের কেস দ্রুত খুলে ফেলা উচিত। বায়ু চলাচল স্বাভাবিক হলে ফোন দ্রুত ঠান্ডা হয়ে যাবে।
বন্ধ রাখা
অতিরিক্ত তাপমাত্রা না কমলে ফোন কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে। বন্ধ থাকলে ফোনের যন্ত্রাংশগুলো কাজ করা বন্ধ করে দেয়। এতে ফোন নতুন করে গরম হয় না এবং ধীরে ধীরে তাপমাত্রা কমে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।