লাইফস্টাইল ডেস্ক : শাহজাহান ও শর্মিষ্ঠার বিয়ে হয়েছে দুই বছর। বেশ হাসিখুশি জীবন কাটায় ওরা। তবে বিয়ের পর থেকেই শর্মিষ্ঠার একটা অভ্যাস নিয়ে শাহজাহান মনে মনে দুঃখ পুষে রেখেছে। এখনো নিজের বাবা থেকে নিয়মিত টাকা চায় শর্মিষ্ঠা। সেই টাকায় শপিং করে। হোটেলে খাওয়া-দাওয়া করে। আর এই বিষয়টাই মেনে নিতে পারে না শাহজাহান।
তবে শাহজাহান একা নয়, একই সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছেন বহু বিবাহিত পুরুষ। তাদের মনে ভিড় করে একরাশ কালো ধোঁয়া। ধীরে ধীরে দাম্পত্যে তার নেতিবাচক প্রভাব পড়ে। বাড়ে দূরত্ব। তাই বিপদ আরও বাড়ার আগেই চেষ্টা করুন যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে বেরিয়ে আসার।
কথা বলুন
বেশিরভাগ পুরুষ নিজের স্ত্রীর কোনও আচরণ খারাপ লাগলে মুখ ফুটে তা বলেন না। ফলে সমস্যা বাড়তে থাকে। তাই আজ থেকেই কথা বলার চেষ্টায় লেগে পড়ুন। আপনার খারাপ লাগা তাকে বুঝিয়ে বলতে হবে। আর শুধু বলে দিলেই হবে না। নিজের মতামতের সপক্ষে দিতে হবে যুক্তি। এমনকি ওই বিষয়ে তার কোনও বক্তব্য থাকলে তাও শুনতে হবে।
নিজেই মেটান চাহিদা
স্ত্রী কেন বাবা থেকে টাকা নিচ্ছেন, বিষয়টা বুঝতে হবে। তারপর সেই চাহিদা পূরণ করার দায়িত্ব আপনিই কাঁধে তুলে নিন। তিনি বলার আগেই তার কাছে হাজির করুন পছন্দের জিনিস। এই কাজটা করলেই তার মনে স্থায়ী জায়গা করে ফেলতে পারবেন। তিনি আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন। পরবর্তী সময়ে বাবার কাছে টাকাও চাইবেন না।
তার বাবার সঙ্গে কথা বলুন
অনেক সময় স্ত্রীকে বলে তেমন একটা লাভ নাও হতে পারে। এমন পরিস্থিতিতে চেষ্টা করুন তার বাবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার। তাকে বুঝিয়ে বলতে হবে, তিনি এভাবে টাকা দিলে আপনার সমস্যা হচ্ছে। আপনি নিজেকে পিছিয়ে পড়া একজন মানুষ হিসেবে দেখছেন।
টাস্কফোর্স দেখে উল্টে গেল ডিমের মূল্যতালিকাটাস্কফোর্স দেখে উল্টে গেল ডিমের মূল্যতালিকা
ঝামেলা করবেন না
অনেক পুরুষ এসব বিষয়ে এতটাই উতলা হয়ে পড়েন যে স্ত্রীর সঙ্গে ঝামেলা করতেও পিছপা হন না। আর এই ভুলের কারণেই বিপদ বাড়ে। সংসারে জন্ম নেয় নতুন অশান্তি। তাই ভুলেও এ বিষয় নিয়ে ঝামেলা করবেন না। বড়জোর তার সঙ্গে কিছুদিনের জন্য কথা বন্ধ করে দিতে পারেন। তাতে স্ত্রীর কাছে একটা বার্তা পৌঁছাবে।
ছাড়ুন তো
জীবনের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে অনেক সময় ভীষণ দুঃখ পেতে হয়। তাই হাজার চেষ্টার পরও যদি স্ত্রী তার বাবার কাছ থেকে টাকা নেন, তা হলে এই বিষয়টা নিয়ে বেশি ভেবে লাভ নেই। বরং যেমনটা চলছে, তেমনটা চলতে দিন। আপনি সেই দিকে আর তাকাবেন না। তা হলেই দেখবেন সুখে-শান্তিতে সংসার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।