লাইফস্টাইল ডেস্ক : নিয়মিত ও দীর্ঘদিন ব্যবহারের কারণে টাইলসে দাগ পড়ে যেতে পারে। হলদে দাগ ছাড়াও দুই টাইলসের মাঝের ফাঁকা জায়গায় স্থায়ী দাগ বসে বেশ বাজে দেখায় টাইলস। আবার ভেজা থাকার কারণে বাথরুমের টাইলস হয়ে পড়ে পিচ্ছিল। টাইলস পরিষ্কারের জরুরি কিছু টিপস জেনে নিন।
দুই টাইলসের মাঝের কালো দাগ দূর করতে বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করুন। মিশ্রণটি কিছুক্ষণ লাগিয়ে রাখার পর ব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন ময়লা।
রাতে ঘুমানোর আগে টাইলসের উপর লবণ ছিটিয়ে দিন। পরদিন ব্রাশ দিয়ে স্ক্রাব করে পরিষ্কার করে ফেলুন।
সমপরিমাণ পানি ও হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে তৈরি করুন দ্রবণ। দ্রবণটি স্প্রে বোতলে নিয়ে টাইলসে ছিটিয়ে দিন। ২০ মিনিট পর পরিষ্কার করে ফেলুন। উজ্জ্বলতা বাড়বে টাইলসের।
বেকিং সোডা ও হাইড্রোজেন পারওক্সাইড একসঙ্গে মিশিয়েও দুই টাইলসের মাঝের দাগ পরিষ্কার করা যায়।
বাথরুমে কী ধরনের টাইলস আছে সেটা আগে বুঝে নিন। সিরামিক হলে লেবুর রস বা সাদা ভিনেগার অর্ধেক অংশ করে মিশিয়ে পরিষ্কার করুন। মার্বেল বা পাথর সহজেই অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের মেঝে হলে মার্বেল বা পাথর ক্লিনার, বা মৃদু সাবান পানিতে মিশিয়ে পরিষ্কার করুন।
আধা কাপ বেকিং সোডা, ১ চা চামচ তরল ডিশ সাবান এবং হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে রেখে দিন। এটি
বাথরুমের টাইলসের উপর স্প্রে করুন। ১০ মিনিট রেখে দেওয়ার পর একটি ভেজা কাপড় দিয়ে টাইলস পরিষ্কার করুন।
১ বালতি পানির সঙ্গে আধা কাপ ভিনেগার ও আধা টেবিল চামচ ডিস সোপ একসঙ্গে মিশিয়ে মুছে নিন টাইলস।
ভেজা বাথরুমে লবণ ছড়িয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করে ঘষে পরিষ্কার করে ফেললেও উপকার পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।