শীতকালে ত্বকের যত্নে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকেরও যত্ন নিতে হয়। বলা ভালো, স্কিন কেয়ারেও বদল আনা দরকার। বিশেষত, এই শীতকালে ত্বকের বিশেষ পরিচর্যা দরকার। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুকিয়ে যায়, চামড়ায় টান ধরে। ঠোঁট ফাটতে শুরু করে, নাকের আশপাশের চামড়া অত্যন্ত শুষ্ক হয়ে যায়। আর শুষ্ক ত্বক মানেই একজিমা, সোরিয়াসিসের মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। শীতকালে ময়েশ্চারাইজারের ওপর বেশি জোর দিতে হয়। তবে, প্রথম কাজ হলো ত্বক পরিষ্কার করা।

ময়লা, ব্যাকটেরিয়া ভর্তি ত্বকের ওপর ময়েশ্চারাইজার মেখে কোনো লাভ নেই। আগে ত্বক পরিষ্কার করা দরকার। আর এই কাজটা করে ফেসওয়াশ ও ক্লিনজার। শীতে ময়েশ্চারাইজার ও ফেসওয়াশেরও পরিবর্তন করা দরকার।

তৈলাক্ত ত্বক : যে সব ক্লিনজারে স্যালিসিলিক অ্যাসিড, গ্রিন টি বা টি ট্রি অয়েল রয়েছে, সেগুলো তৈলাক্ত ত্বকের ওপর ব্যবহার করতে পারেন। খেয়াল রাখুন, ক্লিনজারে যেন সালফেট না থাকে। শীতকালেও দিনে দুবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।

শুষ্ক ত্বক : শীতকালে নরমাল ত্বকও শুষ্ক হয়ে যায়। আর যাদের শুষ্ক ত্বক তাদের কষ্ট আরও বাড়ে। যে সব ফেসওয়াশের মধ্যে সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিনের মতো ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে, সেগুলোকে বেছে নিন। শীতকালে শুষ্ক ত্বকের ব্যক্তিরা দিনে একবারই ফেসওয়াশ ব্যবহার করুন।

কম্বিনেশন ত্বক : যাদের কম্বিনেশন ত্বক তারাই বোঝেন, এর সমস্যা। কপাল, নাকের দুপাশ তৈলাক্ত হয়ে থাকে। মুখের বাকি অংশ আবার শুষ্ক। কম্বিনেশন ত্বক শীতকালে অতিরিক্ত শুষ্কও হয়ে যেতে পারে। তাই কম্বিনেশন ত্বকেও ময়েশ্চারাইজিং ক্লিনজার ব্যবহার করা উচিত। দিনে দুবার ক্লিনজার ব্যবহার করুন।

সংবেদনশীল ত্বক : ত্বক স্পর্শকাতর হলে বুঝেশুনে ফেসওয়াশ ব্যবহার করতে হবে। এমন ফেসওয়াশ বেছে নিন যা ত্বকের প্রদাহকে প্রতিরোধ করবে। যে সব ফেসওয়াশে ক্যামোমাইল, গ্রিন টি, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, সেগুলো বেছে নিতে পারেন। সব সময় সালফেটমুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন। দিনে একবারই ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন।