লাইফস্টাইল ডেস্ক : এই গরমে আচমকা এসি বা ফ্যানের সমস্যা অনেকেরই দেখা দিতে পারে। যেহেতু এই যন্ত্র ব্যবহার করা হয় বেশি তাই এসি নষ্ট হলে চিন্তাও হয় অনেক বেশি। কিন্তু এসি ঠিক করাবেন কীভাবে? মূল সমস্যা দেখা দেয় যখন আপনি যে ব্র্যান্ডের এসি কিনেছেন তার সার্ভিস সেন্টার যদি হয় অনেক দূরে। সেটা নাহয় হলো। তাহলে কি মেকানিকের খোঁজ করবেন?
মেকানিকের সাহায্য নেওয়ার একটাই সমস্যা। তাদের দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন। আবার অনেক সময় সার্ভিস সেন্টার কাছে থাকলেও তারা এত ব্যস্ত থাকে যে আপনাকে আফটারসেলস সার্ভিস ভালো দিতে পারে না পুরোপুরি। এক্ষেত্রে আপনার কী করার আছে? বাড়ির আশপাশে নির্ভরযোগ্য কোনো দোকান না থাকলে সমাধান কী? কিছু অনলাইন সার্ভিস রয়েছে যা আপনাকে নিশ্চিত ভালো সার্ভিস দেবে। এক্ষেত্রে আপনি তাদের শরণাপন্ন হতে পারেন।
আজকের ডিল
আজকের ডিল অনেক ধরনের পরিষেবাই দেয়। ফ্যান আর এসি রিপেয়ারও তার একটি অংশ। আজকের ডিলের ওয়েবসাইট থেকেই আপনি সহজে তাদের সার্ভিস এক্সেস করতে পারবেন। আবার ওদের অ্যাপও রয়েছে যেখানে সহজেই আলাদা সার্ভিস হিসেবে পেয়ে যাবেন এসি রিপেয়ার সার্ভিস। আজকের ডিলে আলাদা একটি সেকশনই রয়েছে। সেখানে সব গুরুত্বপূর্ণ ডিটেইল দেওয়া রয়েছে। মূলত তাদের দক্ষ মেকানিক আপনার অর্ডারের পর যোগাযোগ করে সার্ভিস দিয়ে যাবে। এক্ষেত্রে কিছু ডিসকাউন্টও পেতে পারেন।
পশরাবিডি
এসি বা ফ্যান রিপেয়ারের ক্ষেত্রে আরেকটি ভালো মাধ্যম হতে পারে পশরাবিডি। পশরাবিডি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হোম সার্ভিস। এই সার্ভিস সম্প্রতি তাদের কাজের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। পশরাবিডির নিজস্ব কোনো অ্যাপ না থাকলেও আপনি তাদের ওয়েবসাইটে লগইন করেই সার্ভিস নিতে পারবেন। পশরাবিডির সব সার্ভিস সবিস্তারে ওয়েবসাইটেই উল্লেখ করা আছে। তাই আপনাকে বাড়তি দুশ্চিন্তা করতে হবে না যে সার্ভিস কেমন হবে। আপনার যে সমাধান দরকার তার ভিত্তিতেই আপনি তাদের সার্ভিস নিতে পারবেন। খরচ সম্পর্কেও জানতে পারবেন। পশরাবিডির পেমেন্ট মেথডও অনেক থাকায় ঘরে বসেই সব করে নিতে পারবেন। এমএফএস কিংবা ব্যাংক পেমেন্ট সবই তাদের আছে। হোম সার্ভিসে তারা যা যা প্ল্যান অফার করে সবই জানতে পারবেন।
সিঙ্গারের এসি সার্ভিস
সিঙ্গার পণ্য ব্যবহার করলে তো আরো ভালো। সিঙ্গারের নিজস্ব অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি সহজেই তাদের এসি সার্ভিস নিতে পারবেন। এই এসি সার্ভিস পাওয়া জটিল কিছু না। বরং সহজ। অ্যাপের মাধ্যমে পুরোপুরি অর্ডার করা না গেলেও আপনি সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সমস্যা বলতে পারবেন। এমনকি অনলাইন চ্যাটিং অপশনেও সমাধান পাবেন।
সেবা এক্স ওয়াই জেড
সেবা এক্স ওয়াই জেড আশপাশে এসি রিপেয়ারের জন্য সবচেয়ে ভালো মাধ্যম। মোবাইলে তাদের অ্যাপ নামালেই কাজটি সহজ হয়ে যাবে। আপনাকে বাড়তি দুশ্চিন্তা করতে হবে না। সেবার অ্যাপে অনেক ধরনের সার্ভিস রয়েছে। এসি রিপেয়ারে আপনি সার্ভিসের জন্য খুঁজলে তারাই আপনাকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবে। আপনি তাদের কাছে বিস্তারিত পরে বলবেন। Sheba.xyz অ্যাপ ডাউনলোড করুন, তারপর নিজের একটা প্রোফাইল খুলুন। তারপর যথাক্রমে এসি সার্ভিস সিলেক্ট করলে আপনাকে দেখানো হবে টেকনিশিয়ানদের প্রোফাইল। আপনি সবার যোগ্যতা, অভিজ্ঞতা ও লোকেশন দেখে বিবেচনা করে যাকে ইচ্ছা হয় তাকে বাছাই করবেন। তারপর নির্ধারিত দিন তারিখে আপনার সুবিধামতো সময়ে অভিজ্ঞ ও দক্ষ সার্ভিসম্যান চলে আসবে আপনার বাসায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।