লাইফস্টাইল ডেস্ক : বয়সের সঙ্গে সঙ্গে হারাতে থাকে ত্বকের মসৃণতা। এটাই ত্বকের স্বাভাবিক নিয়ম। তাই বলে কি ত্বকের যত্ন নিবেন না। অবশ্যই নিতে হবে। অ্যাকনে, র্যাশ বা ব্ল্যাকহেডসের কারণেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। যা আপনার কোমল ত্বককে করে তোলে রুক্ষ। ঘরোয়া যত্নে ত্বক কোমল এবং মসৃণ করার উপায় জানালেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভিন।
তৈলাক্ত ত্বকের বড় রোমকূপের সমস্যা বেশি হয়। অনেকসময় মিশ্র ত্বকের তৈলাক্ত অংশেও দেখা যায় এই সমস্যা। এর মূল কারণ ত্বকের তেল নিঃসরণকারী গ্রন্থির অতিরিক্ত কার্যকারিতা। এর ফলে রোমকূপের মুখ আটকে যায়। ফলে রোমকূপের মুখ বড় হয়ে যায়। পরবর্তীতে ত্বকের দৃঢ়তা কমতে থাকে। এই সমস্যা থেকে বাচতে রোমকূপের মুখ পরিষ্কার রাখা প্রয়োজন। দেখবেন ধীরে ধীরে মুখ ছোট হয়ে আসবে।
চুল পড়া রোধ কীভাবে করবেনচুল পড়া রোধ কীভাবে করবেন
তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন। এরপর তুলায় করে লাগিয়ে নিতে হবে অ্যাস্ট্রিনজেন্ট লোশন বা স্কিন টনিক। আর একটি কাজ করলে ত্বকের কোমলতা ফিরে পাবেন। সেই সঙ্গে ত্বক হবে মসৃণ।
মুলতানি মাটি এবং গোলাপজল মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারে। এটি প্রতিদিন ব্যবহারে ভাল ফলাফল পাবেন। প্যাক লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে ফেলুন। তাহলে ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব কমবে। সেই সঙ্গে পরিষ্কার হবে রোমকূপও।
বিদ্যুচ্চালিত এই স্কুল বাস ৯০ যাত্রী নিয়ে ৫০০ কিলো যেতে পারে
তৈলাক্ত ত্বকের জন্য প্যানকেকতৈলাক্ত ত্বকের জন্য প্যানকেক
আবার ডিপ পোর ক্লেনজিং স্ক্রাব ব্যবহারে মিলবে উপকার। তবে মুখের ত্বকের জন্য খুব বড় দানার স্ক্রাব ব্যবহার না করাই ভাল। এতে অ্যাকনের সমস্যা আরও বেড়ে য়েতে পারে। যে অংশে রোমকূপের মুখ বেশ বড়, সেখানের বাড়তি যত্ন নিতে হবে। সেখানে ওটস এবং ডিমের সাদা অংশের মিশ্রণে একটি প্যাক বানিয়ে নিন। সপ্তাহে অন্তত দু’বার লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতেও ত্বক হবে মসৃণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।