লাইফস্টাইল ডেস্ক : তীব্র গরমের সময় ঘরকে ঠাণ্ডা রাখতে এসির বিকল্প নেই। তবে এসির সবচেয়ে বড় সমস্যা বিদ্যুতের বিল। এসি চালালে হুহু করে বাড়তে থাকে বিদ্যুতের বিল। তাই টাকার সাশ্রয়ের জন্য কিছুক্ষণ এসি চালানোর পর অনেকেই এসি বন্ধ করে দেন।
এসি গরম থেকে বাঁচিয়ে স্বস্তি দেয়। তীব্র গরম থেকে বাঁচার জন্য এসি চালালেও পকেটের কথা মাথায় রাখতেই হয় মধ্যবিত্তদের। তবে পকেট বাঁচিয়েও সবসময় এসি চালিয়ে রাখা সম্ভব।
এখন জেনে নেওয়া যাক কীভাবে পকেট বাঁচিয়েও সবসময় এসি চালাবেন-
রিমোট দিয়ে এসি বন্ধ করলেও বিদ্যুৎ খরচ হতেই থাকে। এতে অল্প সময়ের জন্য এসি চালানোর পরও বিদ্যুতের বিল অনেক বেশি আসে। বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগান। রাতে ঘুমানোর সময় বা প্রয়োজন মিটলেই রিমোট থেকে এসি বন্ধ করে দেন। সেই সময় প্রায় কেউই মেন সুইচ থেকে এসি বন্ধ করেন না। তাতে ইনডোর ইউনিট বন্ধ হয়ে গেলেও আউটডোর ইউনিট চলতে থাকে।
রিমোটের অফ বোতাম টিপলে সকলেই ভাবেন এসি বন্ধ হয়ে গিয়েছে। তবে তারা এটা জানেন না যে এ ক্ষেত্রে কেবল এসির ইনডোর ইউনিট বন্ধ হয়ে যায়। কিন্তু আউটডোর ইউনিট চলতে থাকে।
আউটডোর ইউনিট বাইরে থাকে, তাই কেউ জানতে পারেন না এসি বন্ধ হয়নি। তা চালু থেকে গিয়েছে। তাতে ক্রমাগত বিদ্যুৎ অপচয় হতেই থাকে। এই অবস্থায় এসি কম ব্যবহার করলেও ২৪ ঘণ্টার বিদ্যুতের বিল আসতে পারে।
আর তাই বিদ্যুৎ অপচয় কমাতে রিমোট থেকে এসি বন্ধ করার পর সুইচ বোর্ডের মেন লাইন থেকে অবশ্যই এসি বন্ধ করা প্রয়োজন। আসলে কম্প্রেসার ক্রমাগত চালানোর ফলে এসির দ্রুত ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে বেশি বিদ্যুতের বিল দেওয়ার পাশাপাশি কম্প্রেসার নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।