বিনোদন ডেস্ক : নির্মাতা কাজল আরেফিন অমির প্রতিটি কনটেন্ট দর্শকদের জন্য বাড়তি আকর্ষণের। কারণ, এই নির্মাতা যেটিই বানান, সেটি দর্শক লুফে নেয়! ব্যতিক্রম হচ্ছে না মুক্তির অপেক্ষায় থাকা কনটেন্ট “হাউ সুইট” এর ক্ষেত্রেও!
সেই আভাস মিলেছে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারে। রোমান্টিক, কমেডি ও অ্যাকশনের মিশেলে প্রকাশিত ট্রেলারটি দেখে সিনেমার স্বাদ পেয়েছেন দর্শক।
এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অমিকে মেনশন করে মন্তব্যে লিখেছেন, ‘হাউ সুইট’ হলে মুক্তি দেয়া উচিত।
নাঈম ইসলাম লিখেছেন, পিওর মাসালা কমার্শিয়াল সিনেমার জন্য আগামীতে অমি ভাই দেশের সেরা অপশন! জাকির হোসেন লিখেছেন, এটা তো মুভির মতো হয়েছে। ট্রেলার দেখে মনেই হচ্ছে না ওয়েব কনটেন্ট। জুয়েল রানা লিখেন, যারা সিনেমা বানায় তাদের অনেকের চেয়ে ভালো ওয়েব ফিল্ম হবে এটা।
রাশেদুল লিখেন, এটা সিনেমা হলে মুক্তি দেয়া হোক। নাছিম ইসলাম লিখেছেন, আমি মাগনা কনটেন্ট দেখা লোক। তবে ‘হাউ সুইট’ টাকা দিতে দেখতে রাজি আছি।
অনেকে আবার ট্রেলারে থাকা বালামের কণ্ঠে ‘মায়া মায়া লাগে’ গানটির দুলাইন শুনে পছন্দ করেছেন বলে উল্লেখ করেছেন। আবার একাধিক মন্তব্যে দেখা গেছে, নির্মাতা অমিকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে বলেছেন কেউ কেউ।
প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, রোম্যান্স কিং জিয়াউল ফারুক অপূর্ব ও লাবণ্যময়ী তাসনিয়া ফারিণের জুটিকে এক ফ্রেমে বন্দি হয়েছেন ভালোবাসার মিষ্টি এক গল্পতে! ট্রেলার দেখে দর্শক বলছেন, মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে।
কাজল আরেফিন অমি বলেন, ট্রেলার রিলিজের পর আমাকে বহু মানুষ সিনেমা হলে মুক্তি দিতে বলেছেন। কারণ সিনেমার মধ্যে যে মজা সেটা তারা এই ওয়েব কন্টেন্টের ট্রেলারে দেখতে পেয়েছেন। আসলে আমরা পুরো টিম ওটিটির মধ্যে সিনেম্যাটিক মজাটা দিতে চেয়েছি। সামনে যেহেতু ফিল্ম বানাবো এ জন্য ওটিটির মাধ্যমে সেই প্রস্তুতি সেরে নিচ্ছি; বাণিজ্যিক সিনেমায় যে এলিম্যান্টস থাকে আমি সেই ছোঁয়া রেখেছি; এং পুরো কনটেন্ট দেখে দর্শক যেন ব্যক্তিগত জীবনের কষ্ট ভুলে বিনোদনের এক অন্য গ্রহের মধ্যে থাকে।
অপূর্ব-ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু প্রমুখ। আসন্ন ঈদে ওটিটি প্ল্যার্টফম বঙ্গতে ‘হাউ সুইট’ মুক্তি পাবে। দর্শকরা মাত্র ২৫ টাকায় প্রি-বুক করে সবার আগে ‘হাউ সুইট’ দেখার সুযোগ লুফে নিতে পারবেন।
এছাড়াও ৫০ জন সৌভাগ্যবান দর্শক পাবেন হাউ সুইট এর গ্র্যান্ড প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ, যেখানে তারা কলাকুশলীদের সাথে বসে ওয়েব ফিল্মটি দেখতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।