আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। আগামী ৯ মে এই সফর হবে। শুক্রবার (২৯ মার্চ) এই তথ্য জানিয়েছেন এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
রয়টার্স বলেছে, বাইডেন সরকারের অধীনে হোয়াইট হাউজে এটিই হতে যাচ্ছে এরদোয়ানের প্রথম বৈঠক।
ওই কর্মকর্তা বলেছেন, তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম আজ মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এসময় এরদোয়ানের পরিকল্পিত সফর এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।