সত্যিই কি প্রেম ছিল প্রসেনজিৎ ও ঋতুপর্ণার

ritu-prosen

বিনোদন ডেস্ক : খুব শিগগির মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি ‘অযোগ্য’। এরইমধ্যে প্রকাশিত হয়েছে ট্রেলার। ছবিটির প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন এই জুটি।

ritu-prosen

নতুন ছবি মুক্তি সামনে রেখে আরো একবার অবধারিত প্রশ্নটি শুনতে হলো প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটিকে! কী সেটা?

এই দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে নানা সময়ে ওঠে নানা প্রশ্ন। মাঝে বহু বছর একসঙ্গে কাজ করেনি। শোনা যায়, ভুল বোঝাবুঝি দূরত্ব এনেছিল দুজনের মধ্যে। অনেক বাঙালির মনেই প্রশ্ন জাগে, কোনোদিনও কি প্রেম করেছেন তারা? শুধুই সহকর্মী বা বন্ধু ছিলেন, নাকি আরও কিছু ছিল দুজনের মধ্যে?

ভক্তদের মনে থাকা প্রশ্নকে আরও যেন একটু উস্কে দিলেন প্রসেনজিৎ। অযোগ্যর প্রচারণায় এই সময়কে বললেন, ‘উত্তম-সুচিত্রার প্রেম ছিল কি ছিল না? থাকুক না, কিছু জিনিস অজানা থাকুক, মানুষ ভাবতে থাকুক। যখন আমরা থাকব না, তখনও যাতে এই আলোচনাটা চলে।’

‘আমি তো বলেছি প্রজন্মের পর প্রজন্ম এটাই হাতড়ে যাবে, ওদের মধ্যে সম্পর্ক কী ছিল!’, বলে উঠলেন ঋতুপর্ণা। ‘সব সম্পর্কের না বিশ্লেষণ হয় না। কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে। সেই জায়গাটাকে ছেড়ে রাখাই ভালো’। বলছিলেন প্রসেনজিৎ।

আগামি ৭ জুন মুক্তি পাবে ‘অযোগ্য’। ছবিতে আরো রয়েছেন শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তীরা।