বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ‘খাটের গাড়ি’ ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে খাট চলছে গড়গড়িয়ে। যার সামনের দু’পাশে রয়েছে দুটো ব্যাক মিরর, রয়েছে স্টিয়ারিং, ব্রেক, চাকাও। কিন্তু এগুলো সেই ভিডিওতে খুঁজলেও দেখতে পাওয়া কষ্টকর। একেবারে লুকিয়ে সেগুলো ফিট করা হয়েছে। যার কারণে প্রথমে দেখলে মনে হয় একটি খাট অদ্ভুতরকমভাবে এগিয়ে চলেছে। গাড়িটি যেদিকেই যাচ্ছে তা দেখতে ভিড় জমাচ্ছেন কৌতূহলীরা।
এমনিতেই রাস্তাজুড়ে মোটরবাইকসহ অন্যান্য গাড়ির ভিড়। তার মধ্যেই রাস্তায় বিছানা পাতা সুসজ্জিত সম্পূর্ণ একটি কাঠের তৈরি খাট গড়িয়ে যাচ্ছে দেখে পথচারীদের কৌতূহল তুঙ্গে উঠেছিল। তারা এই আজব জিনিস আগে কখনো দেখেননি! কিভাবে চলছে খাট? কীসের চাকা? এমন হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাদের মনে। এবার জানা গেলো ভাইরাল সেই ‘খাট গাড়ি’র আদ্যোপান্ত।
জানা গেছে, ভাইরাল সেই ভিডিওটি ভারতের মুর্শিদাবাদের। জেলার রানিনগর বাজার থেকে ডোমকল পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় বারবার যাতায়াত করছিল এই খাট-গাড়ি। ফলে রাস্তায় তৈরি হচ্ছিল যানজট।
বাধ্য হয়ে রানিনগরের পুলিশ চলমান খাটের মালিককে ডেকে নির্দেশ দেয়, ‘ঈদের জন্য রাস্তায় এমনিতেই ভিড়। তার মধ্যে এই আজব খাট বের করায় রাস্তায় আরও ভিড় হচ্ছে। আপনি খাট নিয়ে বাড়ি যান।’
কিন্তু খাট গাড়ির মালিক নবাব শেখ তো চান ভাইরাল হতে। আর সেজন্যই গত দেড় বছরের চেষ্টায় ওই চলমান খাট তৈরি করেছেন! নবাব পেশায় একজন গাড়ি চালক। একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাড়ি চালান তিনি।
নবাব শেখ জানান, ‘বিদ্যালয়ের গাড়ি চালাতে চালাতেই মাথায় ভাবনা আসে। পড়াশোনা তো তেমন হল না। কিন্তু এমন একটা জিনিস তৈরি করব যার ভিত্তিতে মানুষ আমাকে চিনতে পারেন।’
যেমন ভাবনা, তেমন কাজ। জানা গেছে, দেড় বছরের প্রচেষ্টায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে চলমান খাট তৈরি করেছেন নবাব। এজন্য তাকে জোগাড় করতে হয়েছে ছোট চারচাকা গাড়ির কাঠামো, কিছু যন্ত্রপাতি ও ইঞ্জিন। তার সঙ্গে সুসজ্জিত খাট সেট করে রাস্তায় চালিয়ে যাচ্ছেন।
নবাব শেখ বলেন, ‘মানুষকে অবাক করে আমার তৈরি জিনিস ভাইরাল হবে। এই লক্ষ্যে ওই খাট-গাড়ি তৈরি করা।’
জানা গেছে, সামাজিক মাধ্যমে নবাব শেখের নামে একটি পেজ আছে। যেটিকে ভাইরাল করে জনপ্রিয় করাই তার লক্ষ্য।
নবাবের দাদা ডোমকল পৌরসভার সাবেক কাউন্সিলর ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছোটবেলা থেকেই নতুন কিছু করার প্রবণতা নবাবের। সেই লক্ষ্যে ওই খাটের গাড়ি তৈরি করেছে। শুনলাম ইতোমধ্যেই ডোমকল মহকুমা এলাকায় বেশ সাড়া ফেলেছে। তার প্রচেষ্টা সফল হোক, এটাই কামনা করি আমি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।