আন্তর্জাতিক ডেস্ক : পাল্টাপাল্টি হামলা চালিয়েছে পাকিস্তান-ইরান। সবশেষ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইরানের হামলার জবাবে সিস্তান বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। এ নিয়ে উভরপক্ষ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে। এবার হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের অভ্যন্তরে সন্ত্রাসীদের আস্তানায় সফল হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটিতে সাম্প্রতিক হামলার জন্য দায়ী গোষ্ঠীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশটিতে হামলার জন্য নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে কিলার ড্রোন, রকেট, গোলাবারুদ ও স্ট্যান্ড অফ ওয়েপান ছোড়া হয়েছে। সমান্তরালভাবে হামলার ফলে ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, হামলার ওই লক্ষ্যবস্তুতে কুখ্যাত সন্ত্রাসীদের আস্তানা ছিল। যার মধ্যে দোস্তা ওরফে চেয়ারম্যান, বাজ্জার ওরফে সোঘাট, সাহিল ওরফে শাফাক, আসগর ওরফে বাশাম এবং ওয়াজির ওরফে ওয়াজিসহ অন্যান্যরা উল্লেখযোগ্য।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে উত্তপ্ত পাকিস্তান ইরান সম্পর্ক। সবশেষ বৃহস্পতিবার দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে দেশটির অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে তিনি দূতাবাসের সর্বোচ্চ কর্মকর্তা। তাকে তেহরানে বৃহস্পতিবার সকালে হামলার বিষয়ে তলব করা হয়েছে।
এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছিল ইরান। এরই জেরে বৃহস্পতিবার দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালানো হয়।
পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও হামলার জবাবে বুধবার কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।