বিনামূল্যে টেক্সট, ভয়েস ও ভিডিও কলের সুবিধার পাশাপাশি ছবি, ডকুমেন্ট ও লোকেশন শেয়ার করার অন্যতম যোগাযোগ মাধ্যম হিসেবে বর্তমানে অধিক জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত সারাবিশ্বে কোটি কোটি মানুষ ব্যক্তিগত প্রয়োজনের পাশাপাশি অফিসের ফাইল পাঠানো এবং অনলাইন লেনদেন করে থাকেন এতে।

তবে একটি ভুল ক্লিক অথবা সামান্য অসতর্কতায় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে যেতে পারে হ্যাকার বা স্ক্যামারদের নিয়ন্ত্রণে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁসসহ আর্থিক ক্ষতির ঘটনার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে।
ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের বিশেষ কিছু নিরাপত্তা ফিচার ব্যবহার করা এখন সময়ের দাবি। চলুন জেনে নিই, হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখা যায় যে ৭ উপায়ে।
১. হোয়াটসঅ্যাপের রেজিস্ট্রেশন কোড কিংবা টু-স্টেপ ভেরিফিকেশন পিন কোনো অবস্থাতেই অন্য কাউকে জানানো যাবে না। হোয়াটসঅ্যাপ বা কোনো প্রতিষ্ঠান কখনোই ফোন বা মেসেজে এসব তথ্য চায় না।
২. হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখবেন। এই ফিচার চালু থাকলে কেউ আপনার নম্বর ব্যবহার করেও অতিরিক্ত পিন ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।
৩.অপরিচিত নম্বর থেকে আসা কল বা মেসেজে যদি জরুরি ভাষায় পিন চাওয়া হয়, তাহলে সেটিকে স্ক্যাম হিসেবে ধরে নেওয়াই নিরাপদ।
৪. ফোনে অ্যাপ লক এবং হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার চালু রাখলে ফোন অন্যের হাতে গেলেও ব্যক্তিগত কথোপকথন নিরাপদ থাকবে।
৫. হোয়াটসঅ্যাপ ওয়েব বা অন্য কোনো ডিভাইস আপনার অ্যাকাউন্টে যুক্ত আছে কিনা তা নিয়মিত চেক করুন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে লগআউট করুন।
৬. সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। অপরিচিত নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করলে ম্যালওয়্যার ফোনে ঢুকে যেতে পারে, যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম।
৭. সতর্কতামূলক নোটিফিকেশন উপেক্ষা করবেন না।
ডিজিটাল যুগে নিরাপত্তা এখন বিলাসিতা নয়, বরং প্রয়োজন। একটু সচেতনতা আপনাকে রক্ষা করতে পারে বড় বিপদ থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


