এক অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ চলবে চার ফেনে, যা করতে হবে

চমকপ্রদ এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আইফোন ব্যবহারকারীদের জন্য এক সুখবর। এ বার একটি মাত্র অ্যাকাউন্ট থেকে একসঙ্গে ৪টি আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। যার ফলে একজন ব্যবহারকারী আলাদা আলাদা ফোন থেকে নম্বর না বদলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

নতুন এই ফিচারটির নাম ‘কম্প্যানিয়ন মোড’। কিছু দিন আগেই পরীক্ষামূলক ভাবে অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ এই সুবিধা চালু হয়েছিল।
চমকপ্রদ এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
এই সুবিধা পেতে গেলে যা করতে হবে:

১) প্রথমে কম্পিউটার বা ল্যাপটপে ওয়েব ফরম্যাটে হোয়াটসঅ্যাপ খুলুন।

২) প্রোফাইলের ডান দিকের কোণে তিনটি বিন্দুর ওপর ক্লিক করুন।

৩) ‘লিংক ডিভাইস’ অপশনে ক্লিক করুন।

৪) ফোনের পর্দায় ফুটে উঠবে ‘কিউআর’ কোডের অপশন।

৫) স্ক্যান করে ২টি ডিভাইস লিংক করিয়ে দিলেই একসঙ্গে কাজ করবে হোয়াটসঅ্যাপ।

৬) একইভাবে অন্য ২টি ফোনেও স্ক্যান করা যাবে এই ‘কিউআর’ কোড।

ফিরে পাবে হারানো চোখের আলো, অসাড় মানবশরীরে সাড়া ফেরাতে নয়া যন্ত্র ইলনের