বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার। আগামী ১০ মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসছে ৯৬তম অ্যাকাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্স অস্কারের জমকালো আসর। এদিন বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।
জিমি কিমেলের স্বপ্নপূরণ
গত বছরের অস্কার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন জিমি কিমেল। তিনি বলেছিলেন, আমি সবসময় ঠিক চারবার অস্কার হোস্ট করার স্বপ্ন দেখতাম। অবশেষ কিমেলের স্বপ্নপূরণ হতে চলেছে। এর আগে জনি কারসন পাঁচবার, বিলি ক্রিস্টাল নয়বার এবং বব হোপ এগারোবার অস্কার উপস্থাপনা করেছিলেন।
অস্কারে সেরা ছবির জন্য কী কী মনোনীত হয়েছে
অস্কারে সেরা ছবির জন্য মনোনীত দশটি সিনেমা। এগুলো হলো-আমেরিকান ফিকশন; অ্যানাটমি অব এ ফল; বার্বি, দ্য হোল্ডওভার, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ত্র, ওপেনহাইমার, পাস্ট লাইভস, পুওর থিংস এবং দ্য জোন অব ইন্টারেস্ট।
যারা এগিয়ে
ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার এগিয়ে। সেরা পরিচালক নোলানও অস্কার জয়ের জন্য প্রস্তুত। সেরা অভিনেত্রী বিভাগে এগিয়ে লিলি গ্ল্যাডস্টোন (কিলার অব দ্য ফ্লাওয়ার মুন) এবং এমা স্টোন (পুওর থিংস)। সেরা অভিনেতা কিলিয়ান মারফি (ওপেনহাইমার) এবং পল গিয়ামাট্টি (দ্য হোল্ডোভার) এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। দুজনই প্রথমবারের মতো বিজয়ী হবেন। সেরা সহ-অভিনেতায় এগিয়ে রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)। তিনি সহ-অভিনেতার পুরস্কার জিতবেন বলে আশা করা হচ্ছে। বার্বির জন্য তার নিকটতম প্রতিযোগিতায় রয়েছেন রায়ান গসলিং।
প্রেজেন্টার ও পারফরমারদের তালিকা
পুরস্কার ঘোষণা করতে মঞ্চে উঠবেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। এই তালিকার প্রথম লাইনআপ প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস। এর মধ্যে রয়েছেন খ্যাতিমান তারকা আল পাচিনো, জেনডায়া, মাহেরশালা আলী, মিশেল ফাইফার, নিকোলাস কেজ। এই তালিকায় আরও আছেন জেসিকা ল্যাঞ্জ, স্যাম রকওয়েল, লুপিটা নিয়ংও, ম্যাথু ম্যাকনাহে। থাকছেন গতবারের অস্কারজয়ী ব্রেন্ডন ফ্রেজার, মিশেল ইয়ো, জেমি লি কার্টিস ও কে হুই কোয়ান। এবারের অস্কারের মঞ্চে পারফর্ম করবেন রায়ান গসলিং। বার্বির জনপ্রিয় গান ‘আই আম জাস্ট কেন’ গানে নাচবেন তিনি। এই গানটি মনোনয়ন পেয়েছে অস্কারে।
অস্কার দেখা যাবে কোথায়
জমকালো অস্কার অনুষ্ঠানটি এবিসি অ্যাপ ছাড়াও ২০০টি প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের সব দেশ থেকে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।