বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দাপটের এই সময়ে দক্ষিণের বড় বড় সুপারস্টার অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীরাও সারা দেশের দর্শকদের অতি প্রিয় হয়ে উঠেছেন। এই তালিকাতে রয়েছেন দক্ষিণের সুন্দরী অভিনেত্রী অনুষ্কা শেট্টি। যাকে সবাই ‘বাহুবলী’র দেবসেনা বলে মনে রেখেছেন আজও। প্রভাস ও অনুষ্কার জুটি ছিল দর্শকদের ভীষণ পছন্দের।
অনুষ্কা শেট্টিও তার সৌন্দর্য এবং অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। কিন্তু বাহুবলীর পর আর সেভাবে পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল তিনি নাকি বিয়ে করতে চলেছেন খুব শীঘ্রই। এরই মধ্যে হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল অনুষ্কা শেট্টির ছবি। স্যার বর্তমান চেহারা দেখে কেউ বিশ্বাসই করতে পারছেন না এটা অনুষ্কা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনুষ্কার একটি ছবি যেখানে কপালে চন্দনের তিলক লাগিয়ে কোনও একটি পূজার অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ভাইরাল এই ছবিতে সাদা সালোয়ার স্যুট, কানের দুল এবং খোলা চুলে অনুষ্কাকে সত্যিই খুব সুন্দরী দেখাচ্ছে। কিন্তু তার চেহারা আগের থেকে অনেক ভারী হয়ে গিয়েছে।
অবশ্য বেশ কিছুদিন ধরেই অনুষ্কা হঠাৎ মোটা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। তার অনুরাগীদের দৃষ্টি এড়ায়নি এই বিষয়টা। দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীর ছিপছিপে চেহারা নেই আর। আগের তুলনায় বেশ কয়েক গুণ ওজন বাড়িয়ে ফেলেছেন তিনি। তার যে ছবিটি এখন ভাইরাল হয়েছে সেটি আসলে মহাশিবরাত্রিতে তোলা হয়েছিল। অভিনেত্রী মহা শিবরাত্রি ব্রত পালন করেছিলেন।
দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রী নায়ক বর্জিত ছবি একাই টেনে নিয়ে যেতে পারেন। সিংহম সিরিজ, মির্চি, অরুন্ধতী, সাইজ জিরোর মত ছবি রয়েছে তার ঝুলিতে। এছাড়াও তাকে খুব শীঘ্রই 48, প্রজেক্ট কে, ভিরা মাঙ্গাই ভেলুর মতো বেশ কিছু আসন্ন ছবিতে দেখা যাবে। সেই সঙ্গে বিজয় দেবরাকোন্ডার সঙ্গেও তার একটি নতুন ছবি আসার কথা আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।