বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা কপিল শর্মাকে এক ঝলক দেখলে যেন চিনতেই পারবেন না! সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে হাজির হয়েছিলেন অভিনেতা তবে আগের মতো নয়— একেবারে ঝরঝরে, ফিট, নতুন অবতারে।
ধূসর কো-অর্ড সেট, সাদা স্নিকার্স আর কালো সানগ্লাসে একেবারে ঝকঝকে অবতার। কিন্তু নজর কাড়ল যেটা, সেটা তার চেহারার আমূল বদল। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ঝড়! অনেকে বলছেন, “অসাধারণ পরিশ্রমের ফল!” আবার কেউ কেউ বলছেন, “সুগারের ওষুধ নিচ্ছে বুঝি?”
একজন তো খোলাখুলি লিখেই ফেললেন, “আমি নিশ্চিত “সুগারের ওষুধের সাহায্য নিয়েছেন কপিল!” অন্য এক নেটিজেনের মন্তব্য, “কঠিন পরিশ্রমের ফলাফল তো এরকম হবেই। দারুণ কাজ করেছেন কপিল ভাই!”
আরেকজন লিখলেন, “এসব কী হচ্ছে? প্রথমে করণ জোহরকে দেখলাম এরকম ওজন ঝরাতে এবং এখন কপিল! ব্যাপারটা কী যে চলছে…”।
মোট কথা, বডি ট্রান্সফর্মেশন নিয়ে চলছে নানা রকম জল্পনা-কল্পনা, কিন্তু কপিল নিজে মুখ খোলেননি। তবে যেটা নিশ্চিত, তিনি ফিরে আসছেন রূপালি পর্দায়, এক বড় চমক নিয়ে!
কমেডির রাজা এবার স্টাইলেও রাজা! পর্দায় ফেরার আগে শরীরচর্চা করে নিজেকে ভেঙেচুরে গড়েছেন নতুন করে। অনুরাগীদের প্রশ্নের উত্তর তিনি এখনও না দিলেও, তার নতুন রূপ ইতো মধ্যেই ভাইরাল।
তবে প্রশ্ন দুটো— সিনেমায় এবার প্রেম জমবে কাদের সঙ্গে? আর শিল্পীর এই ‘মেটামরফোসিস’-এর পেছনে আছে কি ওজন কমানোর চর্চিত ও বিতর্কিত প্রক্রিয়া ওজেমপিকের ছোঁয়া?
সময়ই দেবে সে উত্তর, আপাতত কপিল শর্মার ওজনহীন রূপ আর রহস্যে মোড়া নতুন সিনেমা ঘিরে উত্তেজনা তুঙ্গে!
প্রসঙ্গত, নিজেই ইনস্টাগ্রামে তার আগামী ছবির নতুন পোস্টার ভাগ করেছেন কপিল। একটিতে দেখা যাচ্ছে, বরের সাজে কপিল, পাশে এক কনে, যার মুখ ঢেকে রাখা বিয়ের ওড়নায়।
আরেক পোস্টারে আরেক রহস্যময়ী, এবার নিকাহর সেটআপে! দুই পোস্টারেই কপিলের পাশে দুই নারী, কিন্তু কার সঙ্গে সম্পর্ক? কে আসল কনে?—প্রেমের প্যাঁচ এবার আরও গভীর।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট কমেডি ‘কিস কিসকো পেয়ার করু’-এর সিক্যুয়েল এটি। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুকল্প গোস্বামী, প্রযোজক রতন জৈন, গনেশ জৈন ও আব্বাস-মস্তান। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মনজোৎ সিংও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।