বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইন অ্যাপ কলিং-এর ক্ষেত্রে বিশেষ ফিচার যোগ করতে পারে WhatsApp। এবিষয়ে নির্দিষ্ট করে কিছু না জানা গেলেও WA কলিং ইন্টারফেসে ব্যাপক পরিবর্তন আনা হতে পারে। শুধু ব্যক্তিগত কলিং-ই না, গ্রুপ কলিংয়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে।
এবার Facebook এর মতো WhatsApp-এর ব্যবহারকারীরাও কভার ফটো সেট করতে পারবেন। বর্তমানে এই ফিচারটির উপরেৃই কাজ করছে সংস্থাটি। অতি দ্রুত এই ফিচারটি চালু করা হবে বলে জানা গেছে।
বর্তমানে যেমন Facebook এ কভার ফোটো ব্যবহার করা যায় তেমনই এবার Whatsapp-এও একই ভাবে কভার ফটো সেট করা যাবে। এবিষয়ে WAbetainfo-তে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ফিচারটি চালু করা হলে, প্রত্যেক ব্যবহারকারী নিজেদের পছন্দমতো কোনও ছবি কভার ফটো হিসেবে সেট করতে পারবেন।
কীভাবে কভার ফটো সেট করতে হবে? এই ফিচারটি সম্পূর্ণভাবে চালু হলে কভার ফটো আপলোডের জন্য একটি অতিরিক্ত বাটন দেওয়া হবে। ওই বাটনে ক্লিক করলে জানতে চাওয়া হবে গ্যালারি থেকে ফটো আপলোড করবেন নাকি ক্যামেরা ব্যবহার করে ছবি তুলবেন। নিজের পছন্দমতো কোনও একটি অপশন বেছে নিয়ে কভার ফটো সেট করতে পারবেন। এবিষয়ে একটি স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখান থেকে পুরো বিষয়টি জানা গেছে।
কারা এই সুবিধা পাবেন? প্রথমে যে কোনও সাধারণ ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। শুরুতে শুধুমাত্র বিজ়নেস অ্যাকাউন্টের জন্য এই ফিচার যোগ করা হবে। Android এবং iOS এর ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। পরবর্তীতে সাধারণ WhatsApp ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু করা হবে। তবে যদি কোনও ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রেও কভার ফটো সেট করা যাবে। কবে থেকে এই ফিচার চালু করা হবে সেবিষয়ে WAbetainfo-তে কিছু জানানো হয়নি। এখনও এই ফিচারটি ডেভেলপমেন্ট স্তরে রয়েছে।
এছাড়াও ইন অ্যাপ কলিং-এর ক্ষেত্রে বিশেষ ফিচার যোগ করতে পারে WhatsApp। এবিষয়ে নির্দিষ্ট করে কিছু না জানা গেলেও WA কলিং ইন্টারফেসে ব্যাপক পরিবর্তন আনা হতে পারে। শুধু ব্যক্তিগত কলিং-ই না, গ্রুপ কলিংয়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে। কলিং-এর নতুন এই ফিচার ইতিমধ্যে বিটা টেস্টারদের কাছে পাঠানো হয়েছে। তবে খুব অল্প সংখ্যক বিটা টেস্টাররা নতুন এই ফিচার ব্যবহার করতে পারছেন। আগামী দিনে আরও বেশি সংখ্যক বিটা টেস্টারের কাছে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।